Monday, November 10, 2025

আজ অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়ান, জয়ই লক্ষ্য লাল-হলুদের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে চেন্নাইয়ান এফসি। শনিবার আইএসএলে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার লক্ষ্যে খেলতে নামছে অস্কার ব্রুজোর দল। শুক্রবার সকালে যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে দুপুরের বিমানে চেন্নাই রওনা হয় ইস্টবেঙ্গল। চেন্নাইয়ান দ্বৈরথের আগে ইস্টবেঙ্গলের সমস্যা বাড়িয়েছে হেক্টর ইয়ুস্তের চোট। পুরো ফিট না থাকায় স্প্যানিশ ডিফেন্ডারকে কলকাতায় রেখেই চেন্নাই গিয়েছে লাল-হলুদ। ফলে উইলমার গিল, কোনর শিল্ডদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল রক্ষণের কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।

হেক্টর না থাকায় আনোয়ার আলির সঙ্গে স্টপারে হিজাজি মাহের শুরু করতে পারেন। আগের ম্যাচে লাল কার্ড দেখায় নেই লাংচুংনুঙ্গা। তাঁর জায়গায় লেফট ব্যাকে খেলতে পারেন প্রভাত লাকরা। রাইট ব্যাকে হয়তো শুরু করবেন মহম্মদ রাকিপ। ইস্টবেঙ্গল কোচ নর্থইস্ট ম্যাচের বাকি দল অপরিবর্তিত রাখবেন, নাকি লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফেরা নন্দকুমার ও নাওরেম মহেশকে শুরু থেকে খেলান সেটাই দেখার। আগের ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তরুণ উইঙ্গার পি ভি বিষ্ণু।

চেন্নাই যাওয়ার আগে অস্কার বললেন, ‘‘বিষ্ণু সুযোগটা কাজে লাগিয়েছে। নন্দ, মহেশের মতো ভাল খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বীরা থাকলে সেটা দলের জন্য ভাল। দল বাছাইয়ে সুবিধা হয়। হাতে বিকল্প থাকে।” হিজাজি, সাউল ক্রেসপো, ক্লেটন সিলভা তিনটি করে হলুদ কার্ড দেখেছেন। তাই প্রথম একাদশ নির্বাচনে সেটাও মাথায় রাখতে হবে অস্কারকে।

চেন্নাইয়ের আবহাওয়ার পাশাপাশি প্রতিপক্ষ ফুটবলারদের ফিজিক্যাল ফুটবলও ভাবাচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। তবু চেন্নাইয়ানকে হারিয়ে জয়ের ছন্দ ধরে রাখার ব্যাপারে আশাবাদী অস্কার। তিনি বলেন, ‘‘ওদের ১০ নম্বর কোনর শিল্ড যেভাবে কাউন্টার অ্যাটাকে ওঠার সময় শারীরিক আধিপত্য বজায় রাখার চেষ্টা করে, তাকে আটকাতে গেলে সবসময় কৌশল কাজ করে না। তবে আশা করি, আমরা স্ট্র্যাটেজি, ট্যাকটিক্সের মাধ্যমেই ওদের আটকাতে পারব এবং জিতে ফিরব। ”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...