Monday, January 12, 2026

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নতুন দল বাংলায়! জল্পনা উসকে দিলেন সেলিম

Date:

Share post:

সিপিএম (CPM) শূন্যে নেমেছে, কংগ্রেস (Congress) ধুয়ে মুছে সাফ। বাংলায় বিকল্প বিরোধী হয়ে উঠতে পারেনি বিজেপিও (BJP)। এই পরিস্থিতিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) রাজ্যে নতুন দলের জল্পনা উসকে দিলেন। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন বিরোধীদের দৈন্যদশাও। সেলিমের সেই দাবির পাল্টা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূলও (TMC)। ২০২৬-এর বিধানসভা নির্বাচন (assembly election 2026) যত এগিয়ে আসছে, ততই নিত্য নতুন জল্পনা তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক মহল জল তৈরি হয়েছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নতুন রাজনৈতিক দল তৈরি নিয়ে। সেই জল্পনা উসকে দিয়েছে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিমের সাম্প্রতিক একটি মন্তব্য। সেলিম (Mohammed Selim) দাবি করেছেন, রাজ্যের নতুন দল আসছে। আর সেই দল তৈরি হবে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) ভেঙে। তৃণমূল ও বিজেপির মধ্যে থেকেই আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি হবে। তৃণমূল ও বিজেপিতে যাঁরা শ্বাস নিতে পারছেন না, তাঁরাই তৈরি করবেন বিকল্প দল। তিনি এমনও জানিয়েছেন, বিকল্প এই দলের নেতৃত্বে থাকবেন একজন শীর্ষস্থানীয় নেতাও। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নাকি আবেদনও জমা পড়েছে বলে দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক।

তাঁর এমন ‘আজব’ দাবির পর পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্যে সিপিএম দলটা শূন্যে নেমে গিয়েছে। আর উনি রাজ‌্য সম্পাদকের চেয়ার আঁকড়ে বসে কল্পকাহিনি রচনা করছেন। একটার পর একটা ভোটে শোচনীয় পরাজয় হচ্ছে আপনার পার্টির। তাই আগে নিজের দলকে সামলান, তারপর অন‌্য দলের জন্মের খোঁজ নেবেন।

রাজনৈতিক মহল মনে করছে, সিপিএম কৌশলে নতুন দলের তত্ত্ব বাজারে ভাসিয়ে দিচ্ছে। পরিকল্পনা করেই সিপিএম বলছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যে নতুন দল আসছে, তা বামপন্থী নয়, দক্ষিণপন্থী। সেখানে পরিচিত রাজনৈতিক মুখকে দেখা যেতে পারে নেতৃত্বে।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...