রাজ্যপালের ডাকে সাড়া, রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী

আজ, সোমবার রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব ছিল তৃণমূল। যদিও এই পরিস্থিতি এখনও পুরো মসৃণ হয়নি, তবু, এর মধ্যে রাজ্যপালের তরফে খানিকটা নরম হওয়ার ইঙ্গিত এসেছে। তাই তাঁর আমন্ত্রণে সৌজন্যের খাতিরেই সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এর মাধ্যমে যদি সরকারি কাজে রাজভবনকেন্দ্রিক জট কিছুটা কাটে, তাতেও সুবিধাই হবে রাজ্য সরকারের। তাই সোমবার সব ঠিকঠাক থাকলে রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিও রাজ্যপালের চা খাওয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যাবেন।

রাজ্যপাল এখন রাজ্য সরকারের সঙ্গে কোনও সংঘাতমূলক পরিস্থিতিতে না জড়ানোর বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে প্রথাগত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেও রাজ্যপালকে কার্যত এড়িয়ে মূলত উত্তরের অলিন্দে অন্যদের সঙ্গে বসেই সময় কাটিয়ে দেন।

রাজ্যপালের আমন্ত্রণে সৌজন্যের খাতিরেই সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এর মাধ্যমে যদি সরকারি কাজে রাজভবনকেন্দ্রিক জট কিছুটা কাটে, তাতেও সুবিধাই হবে রাজ্য সরকারের। তাই সোমবার সব ঠিকঠাক থাকলে রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.