Tuesday, May 6, 2025

তদন্তে ব্যর্থ কেন্দ্রীয় এজেন্সি, নিখোঁজদের সন্ধান পেতে সিবিআইয়ের ভরসা ‘জনগণ’!

Date:

Share post:

নোবেল চুরি হোক বা শিক্ষা মামলা, কয়লা পাচার হোক আর চিকিৎসক খুনের তদন্ত – বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা। এবার ৪ নিখোঁজের সন্ধান পেতেও ডাহা ফেল করে গেল CBI!দক্ষিণ ২৪ পরগনার নিখোঁজ এক যুবক, এক গৃহবধূ ও দুই নাবালিকাকে খুঁজে পেতে এবার জনগণের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা। জেলার বিভিন্ন স্টেশন আর বাজারে রীতিমতো পোস্টার সাঁটল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Central Bureau Of Investigation)।

জানা গেছে তিনটি আলাদা আলাদা ঘটনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন থানা এলাকার ৪ বাসিন্দা নিখোঁজ হয়ে যান। প্রাথমিক ভাবে অপহরণের তত্ত্ব উঠে এলেও পরে হাইকোর্টের নির্দেশে সিআইডি-এর হাত থেকে তদন্তভার যায় CBI-এর কাছে। মে মাস থেকে তিনটি আলাদা মামলাও শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের জিজ্ঞাসাবাদেও কোনও সদর্থক দিক উঠে না আসায় এবার সাধারণ মানুষের উপর ভরসা করতে হচ্ছে দেশের অন্যতম বড় গোয়েন্দা সংস্থাকে। ২০১৮ সালের নভেম্বর মাসে গোসাবা থানায় শ‌্যামল নস্কর নামে এক ব‌্যক্তি অভিযোগ করেন যে তাঁর স্ত্রী জ্যোৎস্না নস্কর সাড়ে চার বছরের মেয়েকে নিয়ে আত্মীয়র বাড়ি যাবেন বলে বের হন। কিন্তু ক‌্যানিংয়ের আমতলায় আত্মীয়র বাড়ি তিনি যাননি। এর পর থেকেই ওই ব‌্যক্তির স্ত্রী ও মেয়ে নিখোঁজ। এর পাশাপাশি সন্ধ‌্যা সাহা নামে এক মহিলা জীবনতলা থানায় অভিযোগ জানিয়ে বলেছিলেন যে, তাঁর সাত বছরের ভাইঝি ২০১৪ সালের ২ আগস্ট থেকে নিখোঁজ। সিবিআইয়ের দাবি, তদন্তের অঙ্গ হিসাবেই এলাকার বাসিন্দাদের কাছ থেকে ওই শিশু বা যুবক, মহিলা কোথায় রয়েছেন, সেই তথ‌্য জানার প্রয়োজন। সেই কারণেই বাজার ও থানা চত্বরে পোস্টার দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে তদন্তে ডাহা ফেল করে শেষমেশ জনগণের সাহায্য নিতে হচ্ছে CBI-কে।


spot_img

Related articles

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...