রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা ২ চাকরিপ্রার্থীর!

শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার দুই চাকরিপ্রার্থী সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রাজভবনের (Raj Bhawan) পশ্চিম গেটের সামনে আত্মহত্যার চেষ্টা করেন। এক পুরুষ এবং এক মহিলা রাজ্যপালের (Governor) সঙ্গে দেখা করার দাবি নিয়ে রাজভবনের (Raj Bhawan) গেটের সামনেই গলায় ফাঁস লাগিয়ে চাকরির দাবিতে চিৎকার করতে থাকলে পুলিশ তাঁদের উদ্ধার করে।

তাঁরা জানান, গত তিন বছর ধরে তাঁদের নিয়োগ নিয়ে জটিলতা কাটছে না। রিকমেন্ডেশন পাওয়ার সত্ত্বেও কেন তাঁরা চাকরিতে যোগ দিতে পারছেন না এই বিষয়টি নিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান বলেও সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন ওই দুই চাকরিপ্রার্থী।