Monday, August 25, 2025

সুনীতার মস্তিস্কে জমছে ফ্লুয়িড, কতটা অসুস্থ নভোশ্চর?

Date:

Share post:

আটদিনের জন্য গিয়ে প্রায় আট মাসের জন্য মহাকাশে আটকে সুনীতা উইলিয়ামস (Sunita Williams)ও তাঁর সঙ্গী নভোশ্চর বুচ উইলমোর। ইতিমধ্যেই দুজনের স্বাস্থ্যের অবনতির খবর মিলেছে। তবে সবথেকে বেশি চিন্তা সুনীতাকে নিয়ে। পৃথিবী থেকে রওনা হওয়ার সময় ওজন ছিল তেষট্টি কেজি। সম্প্রতি যে ছবি সামনে এসেছে তা দেখে রীতিমতো আঁতকে ওঠার জোগাড়। চোয়াল ভাঙা, শরীর শীর্ণকায়, একেবারে কঙ্কালসার চেহারা হয়েছে নাসার নভোশ্চরের। এবার জানা গেল তাঁর মস্তিস্কে ফ্লুয়িড (Fluid in Brain)জমতে শুরু করেছে। সেই কারণেই শরীরের তুলনায় মাথা বড় দেখাচ্ছে সুনীতার। তবে আমেরিকার মহাকাশ গবেষণা (National Aeronautics and Space Administration) সংস্থা বলছে, সুনীতা ও বুচদের জন্য রোজ মাথাপিছু ১ কেজি ৭০০ গ্রাম খাবার ধার্য করা আছে। সাধারণত মহাকাশচারীদের প্রত্যেকের দিনে এক গ্যালন জল লাগে। এখনও ৫৩০ গ্যালন জলের ট্যাঙ্ক রয়েছে মহাকাশ স্টেশনে। ফলে, জল-খাবার, কোনও কিছুরই অভাব নেই।

গত জুন মাসে বোয়িং স্টারলাইনার করে স্পেস স্টেশনে যান সুনীতা ও বুচ। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে আগামী ফেব্রুয়ারির আগে তাঁরা ফিরতে পারবেন না। ইলন মাস্কের স্পেস এক্সের (Space X) রকেটে চড়ে আগামী বছর ফিরবেন তাঁরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, সুনীতা ও বুচ রোজ কমপক্ষে আট ঘণ্টা ঘুমোচ্ছেন। তাঁদের খাবারের তালিকায় রয়েছে আমেরিকার হিউস্টনের জনসন স্পেস সেন্টারের স্পেস ফুড সিস্টেম ল্যাবরেটরিতে তৈরি পিৎজা, মুরগির রোস্ট, চিংড়ি ও টুনা মাছ এবং শস্যদানা জাতীয় খাবার ও নানারকমের স্যুপ। সুনীতা বলেছেন, তাঁর ওজন কমেনি, বরং বেড়েছে।


spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...