স্বস্তি যাত্রীদের! বাড়ছে না শেষ মেট্রোর ভাড়া

স্বস্তিতে যাত্রীরা। এখনই বাড়ছে না কলকাতার শেষ মেট্রোর (Kolkata Metro) ভাড়া। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়া বাড়ানো না হলেও পরে ‘সারচার্জ’ কার্যকর করা হবে।

আরও পড়ুন- ১৫০ ফুট গভীর কুয়োয় ৩০ ঘণ্টা আটকে শিশু! চলছে উদ্ধার কাজ

মেট্রো কর্তৃপক্ষ একাধিকবার জানিয়েছে, রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো (Kolkata Metro)। শেষ মেট্রোয় আশানুরূপ যাত্রী না হওয়ায় এই পরিষেবা চালাতে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই ১০ টাকা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১০ ডিসেম্বর থেকে। তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে সরে এল মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, আজ থেকে বাড়ছে না শেষ মেট্রোর ভাড়া।