Thursday, August 21, 2025

বিজেপির কৃষকনীতি থেকে ওয়াশিং মেশিন: প্রিয়াঙ্কার প্রথম লোকসভার ভাষণের প্রশংসা রাহুলের

Date:

Share post:

কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে লোকসভায় (Loksabha) সুর চড়াবেন কংগ্রেসের টিকিটের প্রথমবার সাংসদ হওয়া প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), এমনটা ছিল প্রত্যাশিত। সেইমতো শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। যেখানে উঠে এলো কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত কৃষক নীতি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুরূপী রূপ নিয়ে সমালোচনা।

লোকসভার প্রথম ভাষণে প্রিয়াঙ্কা উল্লেখ করেন কিভাবে বিজেপির ভ্রান্ত কৃষক নীতির কারণে ওয়েনাড় (Wayanad) থেকে ললিতপুর পর্যন্ত কৃষকরা অত্যন্ত কষ্টে রয়েছেন। বিজেপির মিথ্যাচরের শিকার তাঁরা, দাবি প্রিয়াঙ্কারা। স্বৈরাচারী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুললে বিরোধী দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সি (central agency) দিয়ে ভয় দেখানো ও জেল বন্দি করার অভিযোগে উঠে আসে প্রিয়াঙ্কার বক্তব্যে।

এরপরেও বহু নেতা দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য বিজেপির সাহায্য নেন বলে ভরা লোকসভায় অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। কিভাবে বিজেপিতে (BJP) যোগ দিলেই ওয়াশিং মেশিনে (washing machine) নেতাদের দুর্নীতি পরিষ্কার হয়ে যায় সে কথা তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিচারিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ছোটবেলার গল্পে পড়া রাজার কথা। যিনি জনগণের বাস্তব পরিস্থিতি জানতে বেশ বদলে বাজারে বেরিয়ে আসতেন। কিন্তু আমাদের মহারাজা বেশ বদলান। তবে বাজারে বেরোনো বা মানুষের বক্তব্য শোনার শক্তি নেই তাঁর।

লোকসভার অধিবেশনে প্রথমবার বক্তৃতা দিয়ে বিরোধী দলনেতা তথা দাদা রাহুলের প্রশংসা আদায় করে প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী উল্লেখ করেন, তাঁর লোকসভার প্রথম বক্তৃতার থেকে অনেক ভালো বক্তৃতা দিয়েছেন প্রিয়াঙ্কা।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...