Thursday, August 21, 2025

সংবিধানে নয়, মনুস্মৃতিতে আস্থা বিজেপির! সাভারকর প্রসঙ্গ তুলে সংসদে তোপ রাহুলের

Date:

Share post:

ফের সাভারকর নিয়ে তোপ দাগলেন কংগ্রেস (Congress) সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। “সংঘ পরিবার সংবিধানে বিশ্বাস করে না, মনুস্মৃতিতে বিশ্বাস করে”- ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনায় এই ভাবেই তোপ দাগেন রাহুল।

শুক্রবার, সংসদের (Parliament) প্রথম ভাষণে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন নব নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁর কথায়, “সংবিধান মেনে দেশ চলে, সংঘের বিধান নয়।” এদিন লোকসভায় দাঁড়িয়ে সাভারকর প্রসঙ্গ তোলেন রাহুল। বলেন, “বিনায়ক দামোদর সাভারকর স্পষ্ট বলেছিলেন, আমাদের সংবিধানে ভারতের কিছু নেই। আজ সংবিধান রক্ষার কথা বলছেন মানে আপনারা সাভারকরকে মানছেন না। তাঁকে ছোট করছেন, তাঁকে অসম্মান করছেন।” এর পরেই বিজেপিকে (BJP) তুলোধনা করে লোকসভার বিরোধী দলনেতা বলেন, “আমরা সবসময় সংবিধানকে মেনে চলি। কিন্তু বিজেপি সেটা করে না। ওদের গ্রন্থ মনুস্মৃতি।”

সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এর আগে একাধিকবার চাপে পড়েছেন রাহুল। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। তার পরেও এদিন সংসদে বিশেষ আলোচনায় সাভারকরের নাম করে তোপ দাগেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন সরাসরি সাভারকরের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে আপস করার অভিযোগ তুলে তিনি বলেন, “গান্ধীজিকে জেলে যেতে হয়েছে, নেহরুকেও জেলে যেতে হয়েছে, অথচ সাভারকর ইংরেজদের কাছে মাফিনামা পাঠালেন।”

এদিকে, রাহুল যখন সংসদে দাঁড়িয়ে সাভারকরকে তোপ দাগছেন, তখনই ভারত জোড়ো যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের এক সভায় সাভারকরকে নিয়ে একই রকমের মন্তব্যের জেরে তাঁকে সমন পাঠিয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ের এক আদালত। গত বছর তাঁর মন্তব্য নিয়ে মানহানির মামলা করেন নৃপেন্দ্র পাণ্ডে নামের এক আইনজীবী। সেই মামলায় ১০ জানুয়রির মধ্যে রাহুলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...