Monday, August 25, 2025

অতুল সুভাষ মৃত্যু: সংসদীয় তদন্ত কমিটি তৈরির দাবি শহর থেকে

Date:

Share post:

বেঙ্গালুরুর এআই বিশেষজ্ঞ (AI expert) অতুল সুভাষের মৃত্যুতে প্রশ্ন উঠেছে দেশের বিচার ব্যবস্থার উপর। খোদ দেশের আইনমন্ত্রী (Minister of Law) উত্তরপ্রদেশে নিম্ন আদালতের (lower court) বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সেই ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন করে গোটা ঘটনার দাবি উঠল কলকাতা থেকে। রবিবার শহরের এখ সংগঠনের পক্ষ থেকে এই দাবির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে নিম্ন আদালতের কার্যক্রম নিয়ে কড়া পদক্ষেপেরও দাবি জানানো হয়।

শহরের প্রথম পুরুষ অধিকার সংগঠন হৃদয়ার পক্ষ থেকে টালিগঞ্জে একটি পথসভার আয়োজন করা হয়। যেখানে দাবি জানানো হয়, ৪৯৮ বা বিএনএস-এর ৮৫/৮৬ (BNS 85/86) ধারাকে জামিনযোগ্য করার। সেই সঙ্গে এই ধরনের মামলায় যথাযোগ্য তদন্তের। যার অভাবে প্রাণ দিতে হয়েছে প্রতিভাবান উদ্যমী অতুল সুভাষকে। সেই সঙ্গে তাঁদের দাবি, দেশে এই ধরনের আইনের কারণে আরও বহু যুবককে হতাশা ও হয়রানির শিকার হতে হচ্ছে।

অতুলের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন করে অতুলের পরিবার, বন্ধু ও সমাজের তাঁর পরিচিতদের সঙ্গে সংবেদনশীলতার সঙ্গে কথা বলে তদন্তের দাবি ওঠে। সেই সঙ্গে আইনমন্ত্রীর কাছে তাঁদের দাবি, নিম্ন আদালতগুলি যাতে বিএনএস ২৪৮-এর (BNS 248) যথাযথ প্রয়োগ করে সেই বিষয়ে কঠোর হওয়ার। এর পাশাপাশি সংবিধানের ২১ নম্বর (Article 21) ধারা, যা নাগরিকের বক্তব্য প্রকাশের স্বাধীনতা বজায় রাখে, তা যথাযথভাবে মেনে চলার দাবি তোলেন সংগঠনের সদস্যরা। এসবের পাশাপাশি আত্মহত্যা সংক্রান্ত ঘটনার বিচারের জন্য আলাদা সংসদীয় কমিটি (Parliamentary Committee) গঠনের দাবি তোলেন তাঁরা, যেখানে ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা পড়ে বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে।

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...