হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের (Bangladesh) একাধিক জেল থেকে কয়েদি পালানোর ঘটনা গোটা বিশ্বে আলোচিত হয়েছিল। কিছুদিনের মধ্যে বেশিরভাগ কয়েদি জেলে ফিরে গেলেও একটা বড় অংশের জঙ্গি সংগঠনের সদস্যরা ফেরেনি জেলে। গোয়েন্দা সূত্রে দাবি, সেই জঙ্গিরাই এখন বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এবার ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্রের মিছিলের ছবি তুলে ধরে ইউনুস (Mohammed Yunus) সরকারকে কটাক্ষ তসলিমা নাসরিনের (Taslima Nasreen)।

হিংসা খুনের বাংলাদেশে সন্ত্রাসে নতুন মাত্রা দিচ্ছে জেল পালানো কয়েদিদের দাপাদাপি। জেল ভেঙে পালানোর সময় এইসব কয়েদিরা অস্ত্রাগার লুট থেকে আগুন লাগানোর মত ঘটনা ঘটিয়েছিল। সম্প্রতি বিএনপি (BNP) নেতারা প্রকাশ্য মিটিং থেকে অস্ত্র (arms) নিয়ে ঝাঁপিয়ে পড়ার হুংকার দিয়েছিলেন। কার্যত তারই প্রতিফলন হচ্ছে বাংলাদেশের মিছিলগুলিতে।

একটি মিছিলে অস্ত্র হাতে বাংলাদেশী যুবকের ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তিনি লেখেন, “বাংলাদেশী জেহাদিরাও এখন মিছিলে যোগ দিচ্ছে, মিটিং করছে মারণাস্ত্র (deadly weapons) হাতে। ইউনুস-আসিফের দল কি এই জেহাদীদের অস্ত্র মুক্ত করার প্রয়াস করবে? তেমনটা মনে হচ্ছে না।”

–


–

–

–

–

–

–

–
