Wednesday, November 12, 2025

‘One Nation One Election’- সংবিধান পাল্টে দেওয়ার ষড়যন্ত্র মোদি সরকারে! গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

‘One Nation One Election’ তথা ‘এক দেশ, এক ভোট‘ কথাটা হাস্যকর। সংবিধান পাল্টে দেওয়ার মোদি সরকারের ষড়যন্ত্রে বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, যারা একটি রাজ্যে, একটি লোকসভা কেন্দ্রে এক দফায় নির্বাচন করাতে পারে না, তারা ‘এক দেশ, এক ভোট‘ কীভাবে করাবে! দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার- তোপ তৃণমূল সাংসদের।

এদিনই লোকসভায় ‘One Nation One Election’ পেশের পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শেষমুহূর্তে পিছিয়ে আসে। বাংলায় নির্বাচনের উল্লেখ করে অভিষেক বলেন, বরাবর কেন্দ্রীয় সরকার বৈমাত্রিয় সুলভ আচারণ করে। ২১-এ পশ্চিমবঙ্গের সঙ্গে অসম, কেরালাতেও বিধানসভা নির্বাচন হয়। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ-এর মধ্যেই বাংলায় ৮ দফায় করায় নির্বাচন কমিশন। কিছুদিন আছে ঝাড়খণ্ডের মতো ছোট রাজ্যে ২ দফা নির্বাচন হয়েছে। ২৪-এ বাংলায় লোকসভা নির্বাচনে ৭ দফায় ভোট হয়। তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ৩ দফায় ভোট গ্রহম করা হয়। এর পরেই কটাক্ষ করে অভিষেক বলেন, যারা বাংলায় আট দফায় নির্বাচন করায়, তারা দেশে এক দফায় নির্বাচন করাবে! এটা হাস্যকর!

এর পরেই তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সংবিধান পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে মোদি সরকার। দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করছে কেন্দ্র। অভিষেকের কথায়, ৫ বছরে ৬ বার ভোটে দেওয়ার অধিকার পায় দেশবাসী। সেখানে এক ভোট করে তাঁদের মত প্রকাশের অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রের শাসকদল।

অভিষেকের কথায়, এভাবে ‘এক দেশ, এক ভোট‘ চালু করে ধীরে ধীরে ‘এক দেশ, এক রাজনৈতিক দল‘, ‘এক দেশ, এক নেতা‘ নীতি প্রণয়নের ছক কষছে মোদি সরকার। এই ষড়যন্ত্র তৃণমূল কখনই কার্যকর করতে দেবে না বলে সাফ জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...