Friday, August 22, 2025

ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে সাংবাদিককে একহাত বুমরাহর

Date:

Share post:

গাব্বা টেস্টে একেবারেই ব্যাকফুটে ভারত। অ্যাডিলেডের পর গাব্বাতেই ব্যাটিং ব্যর্থতা অব্যাহত টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫১ রান। এরপরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেই আঁচ গিয়ে পড়ল সাংবাদিক সম্মেলনেও। এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন যশপ্রীত বুমরাহ। সেখানে ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। যদিও তার পালটা দিতে ছারলেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘ব্যাটিং নিয়ে আপনার মূল্যায়ন কী? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি হয়তো সেরা ব্যক্তি নন। তবু গাব্বায় এই পরিস্থিতিতে দলের অবস্থা নিয়ে আপনার ধারণা কী?’’ এই প্রশ্ন শুনে একটু বিরক্ত হন বুমরাহ। যদিও সেই মুহুর্তে মজা করে উত্তর দেন রোহিতের ডেপুটি। এই প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, ‘‘প্রশ্নটা বেশ আকর্ষণীয়। আপনি কি আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন? আপনার গুগল করে দেখা উচিত টেস্ট ক্রিকেটে কার কত রান রয়েছে। মজা ছাড়ুন। এখন পরিস্থিতি অন্য রকম।’’

এদিকে ব্যাটিং-এর পাশাপশি বোলিং নিয়ে মুখ খুলেছেন বুমরাহ। বুমরাহ বলেন, “আমরা কারওর দিকে আঙুল তুলি না। আমাদের বোলিং বিভাগ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কাজ সবাইকে সাহায্য করা। আমাকেই সব করতে হবে, তার কোনও মানে নেই। আমাদের দলে এগারো জন রয়েছে। এটা একটা সফর। নিজেদের উন্নতি নিজেদেরই করতে হবে।“

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারতের রান চার উইকেট হারিয়ে ৫১। গাব্বা টেস্টে ধুঁকছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থরা। বল হাতেও দাপট দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। যশপ্রীত বুমরাহ বাদে ব্যর্থ জাদেজারা। ৬ উইকেট যশপ্রীত বুমরাহর। ২ উইকেট মহম্মদ সিরাজের। ১ টি করে উইকেট নেন আকাশ দীপ এবং নীতীশ রেড্ডি। উইকেট পাননি রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই ? মুখ খুললেন বোর্ডের সহ-সভাপতি

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...