অ্যাডিলেডের পড় গাব্বা টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরানের পর কামব্যাকের ইঙ্গিত দিলেও, অ্যাডিলেডে পর গাব্বাতেও ব্যর্থ কহলি। এদিনও অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর আউট হতেই কোহলিকে বিরাট উপদেশ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের।

এদিন ম্যাচ শেষে গাভাস্কর বলেন, “ অনুশীলনে তুমি যাই করো না কেন, ম্যাচের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এখানে একটা বাজে শট খেললেই তুমি আউট।“ এখানেই না থেমে এরপর সচিন টেন্ডুলকরের উদাহরন দিয়ে গাভাস্কর বলেন, “ আমার মতে কোহলির উচিত সচিনের ২০০৪-র ইনিংস একবার ফিরে দেখা। সেখানেও প্রথম তিনটি টেস্টে সচিন অফ স্ট্যাম্পে আউট হয়েছিল। কিন্তু সিডনিতে এসে ও ঠিক করে, কভারের দিকে আর খেলবেই না। ও মিড অফের ডানদিকে খেলেছে, বোলারদের ফলো থ্রুতে খেলেছে, মাঠের অন্য সব জায়গায় খেলেছে। কিন্তু কভার ড্রাইভ একেবারেই খেলেনি। সম্ভবত ২০০-২২০ করার পরই একবার মাত্র ওখানে শট মেরেছিল। নিজের মনের উপর এরকম নিয়ন্ত্রণ থাকা উচিত।“


এদিন অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৪ রানে আউট হন যশস্বী জসওয়াল। ১ রানে আউট হন শুভমন গিল । ৩ উইকেট নেন বিরাট কোহলি। ৯ রান করেন ঋষভ পন্থ। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা। ৩৩ রানে অপরাজিত রাহুল। রানের খাতা হলেননি রোহিত।

আরও পড়ুন- ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে সাংবাদিককে একহাত বুমরাহর


–

–

–

–

–

–

–

–
–