Saturday, November 8, 2025

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সংসদে বিবৃতি দাবি অভিষেকের

Date:

Share post:

বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সোমবার সংসদ চত্বরে সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ৯ ডিসেম্বর ঢাকায় যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাঁদর মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ কেন্দ্রের। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সংসদে প্রকাশের দাবি জানান তৃণমূল (TMC) সাংসদ।

অভিষেক এদিন বলেন, “সরকারের সিদ্ধান্তের পাশে আছে বাংলার সরকার। কিন্তু কোনও মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় গেলে তাদের উচিত সংসদে এসে সদস্যদের সে বিষয়ে আপডেট করা। এটা সংসদীয় রাজনীতির একটি অংশ। এটি একটি ন্যূনতম সৌজন্য, যা প্রতিটি সংসদ সদস্য সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। ফলে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার বিষয় সংসদে প্রকাশ করা উচিত।”

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “যদি সরকার তা করতে না চায়, তাহলে বুঝতে হবে ১৪০ কোটি ভারতীয়কে অন্ধকারে রাখতে চাইছে সরকার।” একই সঙ্গে তিনি সাফ জানান, “সরকার যদি এভাবে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিভ্রান্ত করতে চায়, তাহলে দেশের মানুষও সঠিক সময়ে সরকারকে যোগ্য জবাব দেবে।”

“বাংলাদেশে (Bangladesh) যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যিই দুর্ভাগ্যজনক” বলে আগেই অভিষেক জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের কী অবস্থান হবে তা স্থির করবে কেন্দ্রীয় সরকার। এটা আন্তর্জাতিক বিষয়। এই বিষয়ে বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সেটাই তৃণমূল সমর্থন করবে।

এদিন অভিষেক বলেন, বাংলাদেশ থেকে বিদেশ সচিব ফিরে আসার পরেও মোদি সরকার সংসদে এখনও কোনও বিবৃতি দেয়নি৷  অবিলম্বে সরকারকে সংসদে বিবৃতি দিতে হবে বলে দাবি জানান তৃণমূল সাংসদ।

spot_img

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...