Wednesday, November 12, 2025

আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে পাঞ্জাব , তিন পয়েন্টে চোখ অস্কারের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার যুবভারতীতে লাল-হলুদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তার আগে কিছুটা হলেও স্বস্তি ফিরল লাল-হলুদ শিবিরে। সোমবার সকালে সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও হেক্টর ইয়ুস্তে। পরে সাংবাদিক বৈঠকে এসে কোচ অস্কার ব্রুজোও ইঙ্গিত দিলেন, দু’জনকেই ১৮ জনের দলে রাখার। তবে হেক্টর শুরু থেকে খেললেও, দিয়ামানতাকোসকে পরিবর্ত হিসাবে মাঠে নামানো হতে পারে। পাশাপাশি আনোয়ার আলিকে মাঝমাঠে খেলিয়ে চমক দিতে পারেন অস্কার। প্র্যাকটিসে বাড়তি জোর দেওয়া হল সেটপিসেও।

জোড়া জয়ের পর, ঘরের মাঠে শেষ ম্যাচে ওড়িশার কাছে হেরেছে ইস্টবেঙ্গল। গোদের উপর বিষফোঁড়ার মতো চোট-আঘাত এবং কার্ড সমস্যায় জেরবার লাল-হলুদ। ওড়িশা ম্যাচে লাল কার্ড দেখায় পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না জিকসন সিং। দুই বিদেশি মাধি তালাল ও সাউল ক্রেসপো তো চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন। ইস্টবেঙ্গল যেখানে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে, সেখানে সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে পাঞ্জাব।

তবে ভাঙলেও মচকাচ্ছেন না অস্কার। তিনি বলছেন, ‘‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমার দলে গভীরতা রয়েছে। বিশ্বাস করি, এই দলটা আইএসএলের সেরা দলগুলোর অন্যতম। পাঞ্জাবের বিরুদ্ধে ফুটবলাররা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামবে। আমরা সংগঠিত ফুটবল খেলে তিন পয়েন্টের জন্য ঝাঁপাব।” ইস্টবেঙ্গল কোচ আরও বলেন, ‘‘এই কঠিন পরিস্থিতিতে আমার সামনে দুটো রাস্তা আছে। হয় দলে অনেক বদল করার চিন্তা করে রাতের ঘুম নষ্ট করা। অথবা আমরা যেভাবে যা যা করছি, সেটা বজায় রাখা। ঐক্যবদ্ধ হয়ে আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে।”

এবারের লিগে বেশ কিছু ম্যাচে খারাপ রেফারিংয়ের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। অস্কারের বক্তব্য, ‘‘আমরা বিপক্ষের থেকে কম ফাউল করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধেই সিদ্ধান্ত গিয়েছে। তবে এটা তো আমাদের হাতে নেই। আশা করি, মঙ্গলবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।” তাঁর সংযোজন, ‘‘পাঞ্জাব ম্যাচ জেতাটা খুব জরুরি। এরপর জামশেদপুর ও হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে হবে। এই তিনটে ম্যাচের পরেই সুপার সিক্সের দৌড়ে থাকতে পারব কি না, বুঝতে পারব।”

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি,ব্যাট হাতে দাপট রাহুল-জাদেজার, গাব্বায় চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৯ উইকেট হারিয়ে ২৫২

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...