Sunday, August 24, 2025

১০০-র মধ্যে ১০১! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নিয়োগ দুর্নীতিতে বিক্ষোভ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে এবার বিক্ষোভ ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh)। সরকারি নিয়োগের পরীক্ষায় পূর্ণমান ১০০-র মধ্যে এক নিয়োগ প্রার্থী পেলেন ১০১. ৬৬। এই ঘটনায় নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং যথাযথ তদন্ত দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন মধ্যপ্রদেশের চাকরিপ্রার্থীরা (job aspirant)। যদিও মোহন যাদব (Mohan Jadav) সরকারের দাবি নতুন পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় এভাবে পূর্ণমানের থেকে বেশি নম্বর পেয়েছেন চাকরিপ্রার্থী।

মধ্যপ্রদেশের বন ও জেল দফতরের (forest and jail department) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় এক নিয়োগ প্রার্থী ১০১.৬৬ নম্বর পেয়েছেন। এরপরই অন্যান্য চাকরিপ্রার্থীরা এই নম্বর নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। প্রশ্নের জেরে মোহন যাদব (Mohan Jadav) সরকার ব্যাখ্যা দেয় তারা স্বাভাবিকীকরণ (normalisation) পদ্ধতিতে এবার নিয়োগের ক্ষেত্রে নম্বর দেওয়াতেই প্রাপ্ত নম্বর পূর্ণমানকে ছাড়িয়ে গিয়েছে। এমনকি দাবি করা হয় এই পদ্ধতিতে নম্বর দিলে পূর্ণমানের (full marks) থেকে বেশি নম্বর ওঠা স্বাভাবিক। আবার তেমনি শূন্যের থেকে কম পাওয়াও স্বাভাবিক এক একজন পরীক্ষার্থীর পক্ষে।

এরই প্রতিবাদে মঙ্গলবার ইন্দোরে (Indore) বিক্ষোভের শামিল হন চাকরিপ্রার্থীরা (job aspirant)। তাঁদের দাবি নিয়োগ প্রক্রিয়ায় স্বাভাবিকীকরণ (normalisation) ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমবার এরকমভাবে পূর্ণমানের থেকে বেশি কেউ পেয়েছে। নিয়োগের পরীক্ষার আগে এভাবে নম্বর দেওয়ার কথা জানানো হয়নি। অথচ নম্বর পাওয়ার পর জানানো হচ্ছে এই কথা। সেই সঙ্গে তাঁরা প্রতিবাদ করেন যেভাবে স্বাভাবিকীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই পদ্ধতির বিরুদ্ধেও।

spot_img

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...