Sunday, August 24, 2025

শ্লীলতাহানির অভিযোগে তন্ময়কে শর্তসাপেক্ষ জামিন দিল হাই কোর্ট, নিয়মিত থানায় হাজিরার নির্দেশ

Date:

Share post:

দল সাসপেনশন তুলে নেওয়ার কয়েকদিন পরেই ফের স্বস্তি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের। এক মহিলা সাংবাদিককে হেনস্থা মামলায় মঙ্গলবার তাঁকে জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। জামিনের শর্ত হিসেবে তন্ময় ভট্টাচার্যকে (Tanmaoy Bhattacharya) থানায় নিয়মিত হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ১০ হাজার টাকার বন্ডে এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। তদন্তে সহযোগিতার পাশাপাশি, অভিযোগকারিণীর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবেন না তন্ময়- শর্ত আদালতের।

আরও খবর: আরজি করের ঘটনার প্রতিবাদের নামে বারাসত কলেজে তাণ্ডব SFI-এর

২৭ অক্টোবর এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভ করে CPIM নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেদিনই তাঁকে সাসপেন্ড (Suspend) করে দল। গঠিত হয় তদন্ত কমিটি। বরানগর থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য অনেকবারই থানায় হাজিরা দিতে হয় তন্ময়কে। সেই মামলায় এদিন এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। ১০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে থানায় নিয়মিত হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ওই মহিলা সাংবাদিকের সঙ্গে তিনি কোনও যোগাযোগ রাখতে পারবেন না বলেও জানানো হয়। ফলে হেনস্থা মামলায় আদালত থেকেও সাময়িক স্বস্তি পেলেন সিপিএমের বর্ষীয়ান বাম নেতা।

কমরেড তন্ময় ভট্টাচার্যকে (Tanmaoy Bhattacharya) ক্লিনচিট দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিটও। সাসপেনশন প্রত্যাহার করে CPIM। শনিবার উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে এই খবর জানিয়েছেন সিপিআইএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। কিন্তু এবিষয়ে কোনও প্রেস বিবৃতি দেয়নি আলিমুদ্দিন স্ট্রিট।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...