ব্রিসবেনে চলছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। গাব্বায় চালকের আসনে প্যাট কামিন্সরা। তবে এরই মধ্যে জোর ধাক্কা অজি শিবিরে। সূত্রের খবর, চোটের কারণে বর্ডার-গাভাস্কর ট্রফি থেকে ছিটকে গেলেন জস হ্যাজলউড। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এখনও কিছু জানান হয়নি। আজ গাব্বায় বলও করেন হ্যাজলউড। জানা গিয়েছে তাঁর পায়ের পেশিতে চোট লেগেছে। সকালে অনুশীলনের সময় তিনি ব্যথা অনুভব করেন। পরে মাঠে নেমে বলও করেন। কিন্তু জলপানের বিরতির সময় মাঠ ছাড়তে বাধ্য হন অজি এই ক্রিকেটার।

এদিন গাব্বায় জলপানের বিরতির সময় দেখা যায়, অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলছেন হ্যাজলউড। তারপরই মাঠ ছাড়েন তিনি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়, “সকালের অনুশীলনে জশ হ্যাজলউড পায়ের পেশিতে ব্যথা অনুভব করে। চোট কতটা গুরুতর জানার জন্য তাঁর স্ক্যান করা হবে।” তবে তখনই অনুমান করা হচ্ছিল বাকি ম্যাচে তিনি আর হয়ত খেলতে পারবেন না। আর জল্পনাই সত্যি হল।

এর আগে চোটের জন্য অ্যাডিলেডে খেলতে পারেননি অজি পেসার। পারথ টেস্টে চোট পাওয়ার ফলে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে তাঁর পরিবর্তে নামেন স্কট বোলান্ড। যদিও ব্রিসবেনে প্রত্যাবর্তন ঘটেছিল হ্যাজলউডের। তবে চতির্থ দিনেই বিপত্তি।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে পাঞ্জাব , তিন পয়েন্টে চোখ অস্কারের


–


–

–

–

–

–

–

–
–