বাংলাদেশিদের জাল নথি তৈরির অন্যতম কারিগর দীপঙ্কর দাস (Dipankar Das) নামে ঢাকুরিয়া পোস্ট অফিসের (Dhakuria Post Office) এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। তাঁর কাছ থেকে জাল নথি তৈরির কাগজপত্র এবং যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও এসবিআই ও ইন্ডিয়ান ব্যাঙ্কের সিল, ৩৬টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসাও উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। বাংলাদেশের (Bangladesh Issue) অশান্তির আবহে এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এটি পঞ্চম গ্রেফতারি।

দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাসের কাজকর্ম তিনিই দেখাশোনা করতেন। ডাক বিভাগের অস্থায়ী কর্মী হলেও অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU ) উচ্চশিক্ষা শেষ করেছেন। শুধু জাল নথি নয়, ডাকঘর থেকে জাল পাসপোর্টও সংগ্রহ করার কাজ করতেন দীপঙ্কর। সূত্রের খবর, চক্রের মূল মাথা সমরেশ ও তাঁর ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার জাল পাসপোর্ট চক্রের সরাসরি যোগাযোগ ছিল। তাঁদের নির্দেশ মতোই কাজ করতেন ঢাকুরিয়ার এই ডাক বিভাগের অস্থায়ী কর্মী। মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে দীপঙ্করকে গ্রেফতার করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
