কলকাতার বড়দিন মানেই পার্কস্ট্রিট (Park Street), অ্যালেন পার্ক (Allen Park)। শহরের এই এলাকা বড়দিনে যেন হার মানায় বিদেশের বড়দিন উদযাপনকে। ইউরোপ আমেরিকার অনেক বড় শহরেই এমন ভাবে বড়দিন উদযাপন হয় না বলেই দাবি প্রবাসী বাঙালিদেরও। ফলে বড়দিনের পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ককে সাজিয়ে তুলতে রাজ্য সরকার বিশেষ প্রয়াস নেয়। এ বছরের বড়দিনের উৎসবের উদ্বোধন হবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত দিয়ে।

বাঙালি বারো মাসে তেরো পার্বণ। তবে বড়দিন মানে কেক, ওয়াইন আর বাহারি ক্রিসমাস ট্রি। আর এই সব কিছুই টানে অ্যালেন পার্কের (Allen Park) দিকে। এ বছরও ২৩ ডিসেম্বর থেকে সেখানে শুরু হবে টানা বড়দিনের উৎসব (Christmas carnival)। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত এই শীতকালীন উৎসবের সূচনা হবে ১৩ ডিসেম্বর। তবে ২৪ ও ২৫ ডিসেম্বর জনসাধারণের জন্য বন্ধ থাকবে অ্যালেন পার্ক।

বৃহস্পতিবার উদ্বোধনের আগে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বুধবার থেকেই যেন আলাদা চেহারা নিয়েছে অ্যালেন পার্ক। পার্ক স্ট্রিটে বসেছে বাহারি আলো। শহর থেকে দু একদিনের জন্য শীতের আমেজ মুছে গেলেও শহরবাসীর মনে উৎসবের আমেজ এনে দিচ্ছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক (Allen Park)।

–

–

–

–

–
–

–

–