Monday, November 10, 2025

আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার সংসদ চত্বর, রাহুলের ধাক্কায় মাথা ফাটল বিজেপি সাংসদের!

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে বেনজির দৃশ্য সংসদ ভবন (parliament premises) চত্বরে। আম্বেদকার ইস্যু নিয়ে কংগ্রেস এবং বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কিতে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় মকর দ্বারের সামনে। অভিযোগ, বিরোধী সাংসদরা মকরদ্বার আটকে বিক্ষোভ দেখানোর সময় বিজেপি সাংসদরা (BJP MP’s) জোর করে সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন। বাকবিতণ্ডা গড়ায় ধস্তাধস্তি পর্যন্ত। শুধু তাই নয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির (Pratap Chandra Sarengi) মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড বলে অভিযোগ।

এদিন অধিবেশন শুরুর আগে আম্বেদকর ইস্যুতে বিরোধী ও সরকারের মধ্যে সংঘাত সংঘর্ষে পরিণত হয়। বিরোধীদের দাবি, আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এমনকী শাহের ইস্তফাও দাবি করছে বিরোধী শিবির। বিরোধী সাংসদদের বিক্ষোভের মাঝে বিজেপি সাংসদরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই দু পক্ষের হাতাহাতিতে রক্ত ঝরে বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর। তিনি অভিযোগের আঙুল তুলছেন রাহুল গান্ধীর দিকে। বিজেপি সূত্রের দাবি, রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। মুকেশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর মিলেছে।

এই ঘটনায় কংগ্রেসের (Congress) দাবি, মকর দ্বারের সামনে রাহুল গান্ধী-সহ বিরোধীরা বিক্ষোভ দেখানোর সময় প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) উদ্দেশ্য করে কটূক্তি করেন বিজেপি সাংসদরা। তারপরই হাতাহাতি শুরু হয়ে যায়। প্রতাপ সারেঙ্গীর সঙ্গে পরে রাহুল দেখা করেছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাহুল গান্ধীকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন কিরেন রিজিজু (Kiren Rijiju)। সংসদের ওই ঘটনা নিয়ে গান্ধীদের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...