Saturday, May 17, 2025

শর্তসাপেক্ষে মেট্রো চ্যানেলে চিকিৎসকদের ধর্নার অনুমতি কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

চিকিৎসকদের ধর্নার অনুমতি দেওয়ার পাশাপাশি বেশ কিছু শর্ত দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ধর্মতলার মেট্রো চ্যানেলেই ধর্না দিতে পারবেন চিকিৎসকেরা। ধর্নার অনুমতি দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে (Joint Platform of Doctors)। আদালত জানিয়েছে, ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে অন্তত ৫০ ফুট ছেড়ে ধর্নায় (sit in demonstration) বসতে পারবেন চিকিৎসকেরা। কিন্তু একসঙ্গে ২০০-২৫০ জনের বেশি সেখানে জমায়েত করতে পারবেন না। ধর্না চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

আদালত বৃহস্পতিবারই মৌখিক ভাবে (verbally) ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিয়ে দিয়েছিল। উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি ছিল। শুক্রবার আদালত জানিয়েছে, ধর্না চলাকালীন ২০০-২৫০ জনের বেশি লোকের জমায়েত হয়ে গেলে পুলিশের (Kolkata Police) সঙ্গে আলোচনা করতে হবে চিকিৎসকদের। ধর্নামঞ্চ থেকে কোনও অবমাননাকর মন্তব্য (derogatory comments) করা যাবে না। উৎসবের মরশুম চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন কিছু করা যাবে না।

বৃহস্পতিবার আদালত মৌখিক ভাবে ধর্নার অনুমতি দিলেও শুক্রবার সকালে ফের আপত্তি তোলে রাজ্য। ফলে ধর্না নিয়ে জটিলতা তৈরি হয়। রাজ্যের সাফ কথা, ২৪ এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ধর্মতলা এলাকায় ভিড় থাকে। তার মাঝে মেট্রো চ্যানেলে (Metro Channel) চিকিৎসকরা ধর্নায় বসলে সমস্যা হবে। বিকল্প হিসাবে রাজ্য ওয়াই চ্যানেলে (Y Channel) ধর্নার প্রস্তাব দিয়েছিল।

যদিও বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, গতকাল কর্মসূচির মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। কর্মসূচির জন্য চিকিৎসকরা মানসিক প্রস্তুতি নিয়েছেন। এই অবস্থায় রাজ্যের আপত্তি করা ঠিক নয়। সাত ফুট উঁচু গার্ডরেল করে দিন। তার মধ্যে সকলে থাকবেন। বাইরের কাউকে সেখানে থাকার অনুমতি দেওয়া হবে না। ২৪ এবং ২৫ তারিখ বাইরের কাউকে ধর্নাস্থলে যেতে নিষেধ করা হোক, এমন নির্দেশও দিয়েছেন বিচারপতি।

spot_img

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...