Tuesday, December 23, 2025

কথা রাখলেন মুখ্যমন্ত্রী,বিষ্ণুপুরের সন্তানহারা তিন পিতা ঘর পেলেন

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনার শিকার হতে হয়েছিল তিন ফুটফুটে শিশুকে। বাঁকুড়ার বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছিল তারা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবারে তাঁদের অধিকার আদায়ে অবিরাম লড়ে গেছেন। তবু কেন্দ্রের মন গলেনি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মানবিক মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি’র তহবিল নিয়ে দাঁড়ালেন ওই পরিবারের পাশে। সন্তানহারা তিন পিতার হাতে তুলে দিলেন বাংলার বাড়ি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল। ভিডিওতে তুলে ধরা হল অভিষেক বন্দ্যোপাধ্যয়ের লড়াই ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার কথা।

মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়ার ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় তাঁর দেওয়া প্রতিশ্রুতিমতো নাম রয়েছে বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামের সন্তানহারা তিন পিতা জয়দেব সর্দার, প্রশান্ত সর্দার ও চণ্ডি সর্দারের। উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর  বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে একটি মাটির বাড়ির দেওয়ালের পাশে খেলা করছিল তিন শিশু রোহন সর্দার(৫), নিশা সর্দার (৪) ও অঙ্কুশ সর্দার(৩)। টানা বৃষ্টিতে আচমকা মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই তিন শিশুর। দুর্ঘটনার খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়ান তৃণমূলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দিল্লিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবাস যোজনা, একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়-সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলছিল ধর্না কর্মসূচি। তৃণমূল নেতৃত্বের সঙ্গে বাঁকুড়া থেকে দিল্লির ধরনামঞ্চে সামিল হন সন্তানহারা অভিভাবকেরাও। তাঁদের কাতর আর্জি শোনেনি মোদি সরকার। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন তাঁদের ঘরর পাকা ছাদ করে দেবেন। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, বোড়ামারায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর পিতাদের নাম বাংলার বাড়ির প্রকল্পের তালিকায় রয়েছে। তাঁদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হল।

 

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...