Thursday, August 21, 2025

স্ত্রীকে ভালবাসা জানাতে “Love sign” চুরি যুবকের! আশ্চর্য পুলিশও

Date:

Share post:

ভাবতে পারেন স্ত্রীকে ভালবাসা জানানোর জন্য প্রেমিক চুরির আশ্রয় নিল! ধরা পড়েও কোনও লজ্জা নেই। থাকবেই বা কেন।ভালবাসার মানুষের জন্য চুরি করেছে সে। তাও এমন একটা জিনিস, জানলে অবাক হয়ে যাবেন।পুরসভার এলইডি বোর্ড থেকে ‘লভ’ চিহ্ন চুরি করেছিলেন বীরভূম জেলার সিউড়ির যুবক। যদিও সেটা শেষপর্যন্ত স্ত্রীর হাতে তুলে দিতে পারেন নি। কারণ, কপালের ফেরে রাস্তাতেই সেটি ভেঙে যায়।

ঘটনাটা খুলে বললেই, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসার উপহার দিতে ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখা থেকে চুরি করলেন স্বামী।কিন্তু ভালোবাসার প্রতীকটি বাড়ি নিয়ে যাওয়ার সময় ভেঙে যায়। তখন তিনি ধরা পড়ে যান পুলিশের হাতে। যুবকের মুখে চুরির কারণ শুনে ততক্ষণে হতবাক পুলিশও।জেরায় যুবক জানান, পরিকল্পনা ছিল ভালবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে ভালবাসা জানাবেন।আর সেই কারণেই এলইডি বোর্ডের ‘লভ’ চিহ্নটির দিকে নজর যায় যুবকের।

অবশ্য চুরির নেপথ্যে প্রেমের কাহিনির কথা জেনে, পুলিশ আর সিউড়ি পুরসভার পুরপ্রধান ওই যুবককে গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়েই স্ত্রীকে ভালবাসা জানান ওই যুবক।এমনকী আর চুরি না-করার শপথও নেন।সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, তার রাজনৈতিক জীবনে তিনি মনে করতে পারছেন না এই রকম ভাবে কাউকে ভালবাসার জন্য চুরি করেছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সিউড়িতে সার্কিট হাউস সংলগ্ন জায়গায় উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা রয়েছে ‘আমার ভালবাসার শহর সিউড়ি’। সেই ডিসপ্লে বোর্ডে রয়েছে ‘লভ সাইন’। মঙ্গলবার রাতে সেই বোর্ড থেকে প্লাস্টিক দিয়ে তৈরি ওই চিহ্নটি খুলে নেন যুবক। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানান পুরপ্রধান।পুলিশ মহম্মদবাজার থেকে ওই যুবককে আটক করে। অভিযুক্ত পুলিশকে জানান, স্ত্রীকে উপহার দিয়ে ভালবাসা জানানোর জন্যই তিনি লাল রঙের ওই চিহ্নটি চুরি করেছিলেন।

 

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...