Wednesday, November 12, 2025

স্ত্রীকে ভালবাসা জানাতে “Love sign” চুরি যুবকের! আশ্চর্য পুলিশও

Date:

Share post:

ভাবতে পারেন স্ত্রীকে ভালবাসা জানানোর জন্য প্রেমিক চুরির আশ্রয় নিল! ধরা পড়েও কোনও লজ্জা নেই। থাকবেই বা কেন।ভালবাসার মানুষের জন্য চুরি করেছে সে। তাও এমন একটা জিনিস, জানলে অবাক হয়ে যাবেন।পুরসভার এলইডি বোর্ড থেকে ‘লভ’ চিহ্ন চুরি করেছিলেন বীরভূম জেলার সিউড়ির যুবক। যদিও সেটা শেষপর্যন্ত স্ত্রীর হাতে তুলে দিতে পারেন নি। কারণ, কপালের ফেরে রাস্তাতেই সেটি ভেঙে যায়।

ঘটনাটা খুলে বললেই, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসার উপহার দিতে ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখা থেকে চুরি করলেন স্বামী।কিন্তু ভালোবাসার প্রতীকটি বাড়ি নিয়ে যাওয়ার সময় ভেঙে যায়। তখন তিনি ধরা পড়ে যান পুলিশের হাতে। যুবকের মুখে চুরির কারণ শুনে ততক্ষণে হতবাক পুলিশও।জেরায় যুবক জানান, পরিকল্পনা ছিল ভালবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে ভালবাসা জানাবেন।আর সেই কারণেই এলইডি বোর্ডের ‘লভ’ চিহ্নটির দিকে নজর যায় যুবকের।

অবশ্য চুরির নেপথ্যে প্রেমের কাহিনির কথা জেনে, পুলিশ আর সিউড়ি পুরসভার পুরপ্রধান ওই যুবককে গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়েই স্ত্রীকে ভালবাসা জানান ওই যুবক।এমনকী আর চুরি না-করার শপথও নেন।সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, তার রাজনৈতিক জীবনে তিনি মনে করতে পারছেন না এই রকম ভাবে কাউকে ভালবাসার জন্য চুরি করেছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সিউড়িতে সার্কিট হাউস সংলগ্ন জায়গায় উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা রয়েছে ‘আমার ভালবাসার শহর সিউড়ি’। সেই ডিসপ্লে বোর্ডে রয়েছে ‘লভ সাইন’। মঙ্গলবার রাতে সেই বোর্ড থেকে প্লাস্টিক দিয়ে তৈরি ওই চিহ্নটি খুলে নেন যুবক। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানান পুরপ্রধান।পুলিশ মহম্মদবাজার থেকে ওই যুবককে আটক করে। অভিযুক্ত পুলিশকে জানান, স্ত্রীকে উপহার দিয়ে ভালবাসা জানানোর জন্যই তিনি লাল রঙের ওই চিহ্নটি চুরি করেছিলেন।

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...