Wednesday, December 24, 2025

রাজ্যের নয়া উদ্যোগ, অনলাইনেই মিলবে পঞ্চায়েত এলাকার যাবতীয়  সংশাপত্র

Date:

Share post:

একটা সময় ছিল যখন একটা সংশাপত্র পাওয়ার জন্য সকাল থেকে রাত, দিন থেকে বছর পেরিয়ে যেত, ক্ষয়ে শেষ হয়ে যেত জুতোর শুকতলা, তবুও নাভিশ্বাস উঠে গেলেও মিলত না একটা সংশাপত্র। চৌত্রিশ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় এসেই প্রথম যে কাজগুলোকে হাতে নিয়েছিলেন তার মধ্যে এই সংশাপত্র দেওয়ার কথা তিনি বারবার উল্লেখ করেছিলেন। সময় লাগলেও অবশেষে এবার রাজ্যের মানুষ যাঁরা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাঁরা এক নিমেষে অনলাইনেই পেয়ে যাবেন সংশাপত্র তা সে ক্যারেক্টার সার্টিফিকেট হোক বা ইনকাম সার্টিফিকেট।

মোট ৬টি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দরজায় দরজায় ঘুরতে হবে না । শুক্রবার ২৭ ডিসেম্বর থেকেই অনলাইনেই মিলবে এই পরিষেবাগুলি। রাজ্য সরকারের নির্দিষ্টি পোর্টালে গিয়ে একটা ক্লিক করলেই মিলবে আপনার কাঙ্খিত সংশাপত্রটি। যে দুর্ভোগ এতদিন মানুষকে পোহাতে হয়েছে তার অবসান ঘটল । যা এতদিন লাল ফিতের ফাঁসে আটকে ছিল তা মুক্ত করল এবার রাজ্য পঞ্চায়েত দফতর। ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, স্থায়ী বসবাসের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বিশেষ করে চাকরির ক্ষেত্র এবং পড়ুয়াদের কাজে লাগে। এই ডিজিটাল সংশাপত্রগুলি বর্তমানে রাজ্য সরকার সব দফতরকেই নির্দেশ দিয়েছেন। অনলাইনের মাধ্যমে এই ডিজিটাল সার্টিফিকেটকে গ্রহণ করার জন্য তাই খুব সহজেই এবার পঞ্চায়েতের বাসিন্দাদের মিলবে এই ডিজিটাল সার্টিফিকেট।

অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত দফতরের পোর্টালে ঢুকে সিটিজেনস কর্নারে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে সংসাপত্রের জন্য আবেদন করতে হবে। নির্দিষ্ট নথি ও তথ্য আপলোড করলেই মিলবে এই সার্টিফিকেট। তবে তা দেওয়ার আগে আবেদনকারীর দেওয়া সব তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে। একজনের নথি যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এখন থেকেই। এখন দেখার বিষয় পঞ্চায়েত এলাকার মানুষ এই পরিষেবাকে কতটা সঠিক ও সুন্দর ভাবে গ্রহণ করে চাহিদা মেটাতে সক্ষম হয়।

,-

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...