গতকাল থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। আর প্রথম দিন থেকেই উত্তপ্ত বক্সিং ডে টেস্ট। প্রথম দিন অজি তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে । সেই জন্য শাস্তিও পান কোহলি আইসিসির কাছ থেকে। আর এদিন গ্যালারিতে কটাক্ষের শিকার হলেন বিরাট। কোহলি আউট হওয়ার পর সাজঘরে ফেরার এক অস্ট্রেলীয় সমর্থক তাঁকে কটাক্ষ করেন। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন আউট হওয়ার পর সাজঘরে ফিরছিলেন বিরাট। গ্যালারির নিচ দিয়ে সাজঘরে ফেরার সময় তাঁকে আওয়াজ দেন কয়েক জন সমর্থক। সে দিকে না তাকিয়ে সোজা সাজঘরে ফেরার রাস্তা ধরেন কোহলি । তখনই কোনও এক সমর্থক কটাক্ষ ছুড়ে দেন কোহলিকে। সেই কথা কান যেতেই মেজাজ সংযত রাখতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। সজঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। সেই সমর্থককে কিছু বলতে দেখা যায় কোহলিকে। তবে জল বেশিদূর গড়ায়নি। স্থানীয় এক ক্রিকেট কর্তা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তিনি কোহলিকে শান্ত করে সাজঘরের দিকে এগিয়ে দেন। তবে এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল ।

Really disrespectful behavior with country’s best batter. Criticism is ok, but abuse crosses the line. Upholding the spirit of cricket and supporting our players with dignity.#ViratKohli𓃵 #INDvsAUS #AUSvIND pic.twitter.com/NnZPDkeOs7
— Sanjana Ganesan 🇮🇳 (@iSanjanaGanesan) December 27, 2024
গতকাল অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বিতর্কে জড়িয়েছেন কোহলি। যার ফলে আইসিসির তরফ থেকে শাস্তিও পেয়েছেন বিরাট। আর এবার সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ালেন কোহলি।

আরও পড়ুন- মেলবোর্নেও রান পেলেন না রোহিত-বিরাট, দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৫ উইকেট হারিয়ে ১৬৪

–

–

–

–
–

–

–
–