Monday, November 10, 2025

বিলাসবহুল গাড়ির বকেয়া কর আদায়ে বিশেষ ছাড়, প্রচারাভিযানে নামছে পরিবহন দফতর

Date:

Share post:

কর ছাড়ের প্রচারে বিশেষ অভিযান শুরু করছে পরিবহন দফতর। গাড়ি মালিক, বিশেষত বিলাসবহুল দামি গাড়ির (luxury car) মালিকদের বকেয়া কর আদায় করতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এবিষয়ে সচেতনতা প্রচার কর্মসূচি শুরু করা হচ্ছে পরিবহরন দফতরের তরফে। দামি গাড়ির মালিকদের এক বড় অংশ নিয়মিত পথ কর মেটাচ্ছে না। যে কারণে বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া রয়েছে বলে পরিবহন দফতর সূত্রে খবর। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty) জানিয়েছেন, মোটরযান আইন সংশোধনের ফলে ব্যক্তিগত গাড়ির মালিকেরা তাঁদের পুরনো গাড়ির দামের ৭.৫ শতাংশ দিয়ে আজীবনের কর মিটিয়ে দিতে পারবেন। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তিন, পাঁচ বা দশ বছরের মেয়াদে কর মেটালে যথাক্রমে ১৫ শতাংশ, ৩০ শতাংশ এবং ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। গাড়ি মালিকেরা যাতে এই ছাড় সম্পর্কে জানতে পারেন সেজন্য বিশেষ প্রচারাভিযান শুরু হচ্ছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। ইতোমধ্যেই বকেয়া কর মিটিয়ে দেওয়ার জন্য গাড়ি মালিকদের মোবাইলে এসএমএস পাঠানো শুরু হয়েছে।

রাজ্য সরকারের পরিবহণ আইন বলছে, রাস্তায় গাড়ি বের করতে গেলে পথকর মেটাতেই হবে। অতএব এক্ষেত্রে জরিমানা বাধ্যতামূলক। আর এমন ঘটনার জন্য বহু ক্ষেত্রে এমনও দেখা যায়, গাড়ির পথকর ও জরিমানা মিলে টাকার অঙ্ক ১০-১২ লক্ষ টাকায় পৌঁছে যায়। এইভাবেই শুধু কলকাতায় প্রায় ৮০ কোটি টাকা বাকি রয়েছে দামি গাড়িগুলির ক্ষেত্রে । গোটা রাজ্য ধরলে টাকার অংক আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই ।

এই নিয়ে স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty) প্রশ্ন করা হলে তিনি বলেন, পথ কর না দেওয়া নিয়ে সমস্যা দীর্ঘদিনের। তিনি মন্ত্রী হওয়ার আগে এর পরিমাণ ছিল প্রায় ৪০ শতাংশের কাছাকাছি। এখন পরিবহন দফতর কড়া হওয়ায় সেটা ৩০ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তবে এই প্রবণতা তাঁদের কাছে অন্যতম বড় চিন্তার কারণ বলে মত পরিবহন মন্ত্রীর।

শুধুমাত্র কলকাতাতেই ৩০ শতাংশ গাড়ি মালিকের কাছ থেকে রাজ্য সরকারের প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব এবং জরিমানা বকেয়া রয়েছে। এদের অধিকাংশই নামী বিদেশী গাড়ির মালিক। মন্ত্রী জানিয়েছেন, “বহু ক্ষেত্রে যখন এ ধরনের গাড়ি কিনতে যাওয়া হয়, তখন শোরুম থেকেই বলা হয় না যে, আপনি ১৫ বছরের অর্থাৎ লাইফ টাইম রোড ট্যাক্স দিয়ে দিলে করের ক্ষেত্রে একটা বড় ছাড় পাওয়া যায়। ফলে অনেকেই পাঁচ বছরের পর আর রোড ট্যাক্স দেন না। আমরা চেষ্টা করছি, এই বিষয়টা নিয়ে এসএমএস করে ওই গাড়ির মালিকদের সতর্ক করার। সে ক্ষেত্রেও সতর্ক না হলে পরবর্তীতে কড়া পদক্ষেপ করা হবে৷”

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...