Wednesday, November 12, 2025

বারাসাতে প্যাকেট বন্দি উদ্ধার মানুষের দেহাংশ, সত্য খুঁজতে মরিয়া পুলিশ

Date:

Share post:

জনবহুল এলাকার পুকুরের মধ্যে থেকে ধাপে ধাপে উদ্ধার প্যাকেট বন্দি মানুষের দেহাংশ। নৃশংসভাবে খুনের পর দেহটি ১০ খন্ডে কেটে একাধিক বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল বারাসাত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুর।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ও রবিবার ভোরে বস্তাবন্দি দেহাংশ উদ্ধার ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহাংশ গুলি একই ব্যক্তির কিনা তা জানার জন্য ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান কোনও পুরুষকে খুন করে দেহাংশ গুলি আলাদা করে বিভিন্ন প্যাকেটে মধ্যে ভরে ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছে।বারাসাত থানা ও এলাকার মানুষের দাবি, তাদের এলাকার কেউ নিখোঁজ নেই বা কেউ নিখোঁজের অভিযোগও দায়ের করেননি। সেক্ষেত্রে দেহটি কোনও বহিরাগতর।

প্রসঙ্গত, গত ৩-৪ দিন ধরেই পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখা যাচ্ছিল কিছু প্লাস্টিকের বস্তা। এলাকার মানুষ ভেবেছিল পুকুরে মাছের খাবার দেওয়া হয়েছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় সেই প্লাস্টিক থেকেই বিকট দুর্গন্ধ বেরোতে থাকায় সন্দেহ হয় এলাকার যুবকদের। খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে। খবর পেয়েই শনিবার রাত একটা নাগাদ পুকুর থেকে বারাসাত থানার পুলিশ দেহের কাটা অংশ সহ প্লাস্টিক বন্দি অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তারপরেও বিকট গন্ধ এলাকা ছাড়ছিল না।

ফের রবিবার সকালে আরও তিনটি একইরকমের বস্তা ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে। যার মধ্যেও ছিল মানবদেহের অংশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার পতিক্ষা ঝারখরিয়া জানান, কয়েকটি প্যাকেটের মধ্যে পুরুষ মানুষের দেহাংশ পাওয়া গিয়েছে। সেগুলি ময়নাতদন্তের জন্য বারাসাত সরকারি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে দেহাংশগুলি একই ব্যক্তির কিনা। এদিন বিকেল পর্যন্ত ওই ব্যক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি।

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...