Wednesday, November 5, 2025

বর্ষবরণের রাতে বিশেষ পুলিশি নিরাপত্তা শহরে, সজাগ আরপিএফও

Date:

Share post:

পুরোনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সারারাত উৎসবের মধ্যে দিয়েই কাটিয়ে দেয় তিলোত্তমা। রাতের অন্ধকারেও দিনের আলোর উজ্জ্বলতা দেখা যায় মানুষের উচ্ছ্বাসে। আর সেই উৎসবে যাতে কোনও ভাবে ভাটা না পড়ে তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন। আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP, Kolkata Police) জানিয়েছিলেন শহরে সাড়ে চার হাজার পুলিশ বর্ষবরণের রাতে মোতায়েন থাকার কথা। এছাড়াও রাতের কলকাতাকে নিরাপত্তা দিতে থাকছে ওয়াচ টাওয়ারও (watch tower)।

বছরের শেষ দিন ও প্রথম দিন পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক সহ শহরের বেশ কয়েকটি জায়গায় মানুষের ঢল থাকে বেশি। পার্ক স্ট্রিট (Park Street), ভিক্টোরিয়া-সহ (Victoria Memorial Hall) গুরুত্বপূর্ণ এলাকায় একজন অতিরিক্ত কমিশনার পদমর্যাদা অফিসারের অধীনে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদা ২ অফিসার। এছাড়া থাকছে বিশেষ টিম। তাদের নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ১২ জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা ২৩ জন অফিসার। ৭০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকছেন।

এছাড়াও শহরজুড়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র (police help desk) থাকছে। থাকবে ১১ ওয়াচ টাওয়ার (watch tower)। এছাড়াও কুইক রেসপন্স টিম (QRT), পিসিআর ভ্যান-সহ (PCR van) মহিলা পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে থাকছেন। বাড়তি নজরদারির জন্য সাদা পুলিশের কর্মীরা মোতায়েন থাকছেন। বর্ষবরণের এই সময়টাতে ব্যাপক ভিড় দেখা যয়া কলকাতা মেট্রোতেও। আরপিএফ ছাড়াও মেট্রোতে বিশেষ নজর থাকছে কলকাতা পুলিশের।

মেট্রোর তরফেও নেওয়া হয়েছে বর্ষবরণের রাতের বিশেষ প্রস্তুতি। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন স্টেশনে যাত্রী সংখ্যা অনেকটাই বেশি থাকবে। সেই হিসেবে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। পার্ক স্ট্রিট স্টেশনে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার এবং কর্মী মোতায়েন করা হবে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...