Wednesday, November 12, 2025

মাত্র ১৫ হাজার টাকার জন্য হাতছাড়া কাম্বলির ফোন, যে কোনও সময় ছাড়তে হবে ফ্ল্যাট!

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিনোদ কাম্বলি। বুধবার ভারতের প্রাক্তন ক্রিকেটারের আর্থিক দুরবস্থা নিয়ে জোড়া তথ্য প্রকাশ্যে এসেছে। মাত্র ১৫ হাজার টাকা দিতে পারেন নি, তাই কেড়ে নেওয়া হয়েছে কাম্বলির আই ফোন। এমনকি, তিনি যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণের ১৮ লক্ষ টাকা বকেয়া। তাই কেড়ে নেওয়া হতে পারে ফ্ল্যাটও।

গত ছ’মাস কাম্বলি ফোন ব্যবহার করছেন না। কারণ , নিজের ফোন খারাপ হয়ে যাওয়ায় সারাতে দিয়েছিলেন। খরচেরর ১৫ হাজার টাকা দিতে পারেন নি । তাই এখনও ফোন ফেরত পাননি।শুধু তাই নয়, কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট জানিয়েছেন, তারা যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণ বাবদ ১৮ লাখ টাকা বকেয়া রয়েছে। যে কোনও দিন সেই ফ্ল্যাট ছেড়ে দিতে হতে পারে তাদের।

জানা গিয়েছে, কাম্বলি এখন বোর্ডের থেকে মাসিক ৩০ হাজার টাকা পেনশন পান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা চালানোর খরচও ছিল না। হাসপাতালের মালিক কাম্বলির অনুরাগী হওয়ায় বিনামূল্যে চিকিৎসা করেন। আগামী দিনেও তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আরও অনেক অনুরাগী এগিয়ে এসেছেন কাম্বলিকে সাহায্য করতে।

দু’সপ্তাহ ভর্তি থাকার পর বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে কাম্বলিকে। মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল তার। পাশাপাশি মস্তিষ্কে রক্ত জমাট বেধেছিল। আপাতত বিপদ নেই।
ভারতের এক দিনের দলের জার্সি পরে বেরোতে দেখা গিয়েছে তাকে। অনেক অনুরাগী অপেক্ষা করছিলেন বাইরে। কাম্বলি একটি ব্যাট হাতে তাদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট খেলেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত কাম্বলি ভালো আছেন।

 

spot_img

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...