Wednesday, August 20, 2025

জমি জবরদখল বরদাস্ত নয়, প্রয়োজনে ED-CBI-এর মতো সম্পত্তি ক্রোক: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জমি জবরদখল বরদাস্ত করা হবে না। মঙ্গলবার, নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে কাউকে রেয়াত করা হবে না। স্পষ্ট জানান মমতা। প্রয়োজনে ইডি-সিবিআইয়ের (ED-CBI) মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জমি পুনরুদ্ধারে ৬ মাসের সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী।

এদিন জমি নিয়ে মুখ্যমন্ত্রীর জানান, “DM, SP থেকে থানার IC, OC সকলে সতর্ক থাকুন। জোর করে জমি দখল বরদাস্ত করা হবে না। এ বিষয়ে অফিসার থেকে নেতা, কারও বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।”

জমি জবলদখল নিয়ে পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা (Mamata Banerjee)। বলেন, “বাম আমলে বেআইনিভাবে জমি জবর দখল করিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের তুলতে গেলে তারা কোর্টে চলে যাচ্ছে। কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে। ফলে জবরদখল উদ্ধারের কাজ আটকে যাচ্ছে।”

পুলিশ-প্রশাসনকে রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট বার্তা দেন, নতুন করে যেন জমি জবরদখল না হয়। যে জমি দখল হয়েছে, তার তালিকা তৈরি করে ব্যক্তি মালিকানাবাদে যেগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি থেকে ১০০ ভাগ ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যাঁরা জমি জবরদখল করে সেখানে বিল্ডিং গড়ে অন্যকে বিক্রি করে পালিয়ে গিয়েছে, তারা যেখানেই থাকুক না কেন ধরে আনতে হবে। প্রয়োজনে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি ক্রোক করতে হবে।

জুন মাসের মধ্যে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বলেন, “ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। বেআইনি জবরদখলের ক্ষেত্রে কোনও বরদাস্ত নয়। এমনকী কোনও নেতাও যদি জবরদখলকারীর হয়ে বলতে আসে, তাহলে তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করুন।”

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...