Sunday, May 4, 2025

‘ আমার ভাগ্য অন্য কেউ ঠিক করবে না’ নিজের অবসর নিয়ে মুখ খুললেন রোহিত

Date:

Share post:

‘এখনই অবসর নিচ্ছি না ‘ সিডনি টেস্টের তৃতীয় দিনে এমনটাই জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। এই টেস্টে খেলছেন না রোহিত । সিডনি টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। আর এরই মাঝে জল্পনা ছড়ায় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন রোহিত। শুধু টেস্ট ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক। আর এই নিয়েই এবার মুখ খুললেন হিটম্যান। জানালেন, দলের স্বার্থেই অধিনায়ক হিসাবে নিজেই সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার মাঠে নেমে ধ্যাহ্নভোজের বিরতিতে রোহিত বলেন, “ রান করতে পারছিলাম না। ব্যর্থ হলে তো মানতেই হবে। তাই দলের স্বার্থে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। অবসর নিইনি। শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। রান করতে পারছিলাম না। আমাদের অনেক ব্যাটারই ভাল ফর্মে নেই। ম্যাচে প্রভাব পড়ছিল। অধিনায়ক হিসাবে দলের কথাই আগে ভাবি। কী করলে দলের লাভ ভাবি। সেই ভাবনা থেকেই সরে দাঁড়িয়েছি। অধিনায়ক হিসাবে ভাবি না, তিন মাস বা ছ’মাস পর কীহবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। এটা দলগত খেলা। ব্যক্তিগত খেলা নয়। আমি নিজেই কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যাচ্ছি না। দলের সঙ্গেই আছি।“

আর এরপরই রোহিতের কাছে প্রশ্ন যায়, আপনি কি চতুর্থ টেস্টের পরই সিদ্ধান্ত নিয়েছিলেন? রোহিত বলেছেন, ‘‘না। সিডনিতে এসে সিদ্ধান্ত নিয়েছি। দুটো টেস্টের মধ্যে খুব বেশি সময় ছিল না। মাঝে নববর্ষও ছিল। তার মধ্যে এসব নিয়ে কথা বলতে চাইনি। এখানে আসার পর কথা বলেছি। দেখুন, এই ম্যাচ খেলছি না মানে পরের টেস্ট খেলব না, তা নয়।”

আর এরপরই নিজের অবসর নিয়ে মুখ খোলেন রোহিত। তিনি বলেন, “ আমি অবসর নিচ্ছি না। এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না। যেহেতু রান পাচ্ছিলাম না, তাই এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি। কোনও নিশ্চয়তা নেই যে আগামী ২-৫ মাসে রান আসবে কিনা। আমি প্রচুর ক্রিকেট খেলেছি। দেখেছি যে, জীবন রোজ বদলায়। আমি বাস্তব নিয়ে ভাবছি। যারা ধারাভাষ্য দিচ্ছে বা ল্যাপটপ নিয়ে অনেক কিছুই লিখছে, তারা ঠিক করে দেবে না আমি কীভাবে জীবন কাটাব।“

আরও পড়ুন- সিডনিতে খেলতে নেমে নজির বুমরাহর, ভেঙে দিলেন বেদীর রেকর্ড

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...