Friday, November 14, 2025

সিডনিতে টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা শেষ ভারতের

Date:

Share post:

১০ বছর পর বর্ডার-গাভস্কর ট্রফি হাতছাড়া ভারতের। এদিন সিডনি টেস্টে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে টীম ইন্ডিয়া। অপরদিকে ভারতকে পঞ্চম টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে সিডনি টেস্ট অন্তত ড্র করতে হত ভারতকে। কিন্তু পঞ্চম টেস্টে হেরে যায় ভারত। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা শেষ টিম ইন্ডিয়ার। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসাবে জায়গা নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতায় ফাইনালে আগেই জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাভুমারা। ১১টি টেস্ট খেলে তাদের সাতটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৮৮। শতাংশের হিসাবে ৬৬.৬৭।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। অজিরা ১৭টি টেস্ট খেলে ১১টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ২০৪ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১৩০। শতাংশের হিসাবে ৬৩.৭৩। এই পয়েন্ট শতাংশের হিসাবে শীর্ষে থাকা দু’দল ফাইনাল খেলার সুযোগ পায়। অপরদিকে তৃতীয় স্থানে ভারত । পয়েন্ট শতাংশ কমে গিয়েছে টিম ইন্ডিয়ার। ১৯টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২২৮ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫০। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের, সিডনি টেস্টে অজিদের কাছে হারল ৬ উইকেটে

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...