ফের একবার পুরীতে জগন্নাথ মন্দিরের (Jagannath temple) নিরাপত্তা বেষ্টনীকে টপকে ড্রোনের আতঙ্ক। এবার ভোর রাতে ড্রোন (drone) দেখা যাওয়ায় চাঞ্চল্য বেশি ছড়িয়েছে। তবে ঘটনায় পর্যটক বা পুণ্যার্থীদের জন্য কোনও বিধিনিষেধ জারি করেনি প্রশাসন। পুলিশ তদন্ত শুরু করেছে কোথা থেকে মন্দিরের চূঁড়ার একেবারে কাছে এই ড্রোন চলে এলো। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে জগন্নাথ মন্দিরের নিরাপত্তা।

রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎই ভোরের আলো ফোটার আগে চলমান আলো মন্দিরের চূঁড়ার কাছে দেখতে পান পুণ্যার্থীরা। মন্দিরের ধদিনৌতির (Dadhinauti) কাছে ড্রোনটির অবস্থান নিরাপত্তাকর্মীরা দেখেই পুলিশকে সচেতন করেন। ড্রোনটি চূঁড়ার নীলচক্রকে (Neelachakra) ঘিরেও পাক খায়। প্রায় আধঘণ্টা ধরে এভাবে ড্রোনটির ঘোরাফেরায় আতঙ্ক ছড়ায়।

জগন্নাথ মন্দির ড্রোনের আইন অনুযায়ী নো ফ্লাইয়িং জোন (no fly zone)। তবে ২০২৩ সালেও এক ইউটিউবারের ড্রোন নিয়ে পুরীর মন্দিরে যথেষ্ট শোরগোল হয়। পরে পুলিশ সেই ইউটিউবারকে (Youtuber) গ্রেফতার করে। ২০২৪ সালেও নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ঢুকে পড়ে ড্রোন। সম্প্রতি বাংলাদেশ পরিস্থিতিতে যেখানে সব রাজ্যগুলি নিজেদের নিরাপত্তা নিয়ে কড়া নজরদারি ও ধরপাকড়া চালাচ্ছে, সেই পরিস্থিতিতে জগন্নাথ মন্দিরের (Jagannath temple) উপরে আধঘণ্টা ধরে ড্রোনের ঘোরাফেরা প্রশ্ন তুলছে বহুল প্রসিদ্ধ তীর্থস্থানের নিরাপত্তা নিয়ে।

–

–

–

–

–

–

–
