Sunday, January 11, 2026

OYO-তে রুম পাবেন না ‘অবিবাহিত’রা! বুকিং করতে চাই সম্পর্কের ‘প্রমাণপত্র’

Date:

Share post:

নতুন বছরে প্রেমিক- প্রেমিকাদের জন্য OYO-র দরজা বন্ধ! হোটেলে চেক-ইনের নয়া নিয়ম চালু কর্তৃপক্ষের। এবার থেকে রুম বুক করতে হলে দাখিল করতে হবে সম্পর্কের প্রমাণপত্র। সম্প্রতি উত্তরপ্রদেশের মিরাট (Mirat, UP)থেকে এই মর্মে একটি নির্দেশিকা চালু হয়েছে ।ওয়ো-র (OYO)নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনের মাধ্যমে বুকিং-এর সময় অপশন আসবে যুগলের সম্পর্কের প্রমাণ জমা করার। মিরাটে এই নিয়ম চালু হলেও সারা দেশে কার্যকরী হতে দিন কয়েক সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে।

ভারতে অবিবাহিতদের একসঙ্গে এক রুমে না থাকতে দেওয়ার কোনও নিয়ম বা অফিসিয়াল নির্দেশ নেই। কিন্তু ঝামেলা এবং আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ হোটেল প্রেমিক- প্রেমিকাদের এক রুমে থাকতে দেয় না। একমাত্র বিবাহিতরাই থাকতে পারেন। সেক্ষেত্রে ব্যতিক্রম ছিল OYO। এমনকি ২০১৩ সালের মে মাসে ওয়ো রুমস-এর প্রতিষ্ঠা হওয়ার কয়েক বছরের মধ্যে সংস্থার আকাশছোঁয়া সাফল্যের নেপথ্যে অন্যতম কারণই হল অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনার কথা জানা গেছে যেখানে ‘ওয়ো’ রুম মানেই সাধারণ মানুষের মনে অন্যরকমের ধারণা তৈরি হয়েছে। সেই কারণেই কি নিয়মে বদল? OYO-র তরফ থেকে বলা হয়েছে যে নাগরিক সমাজ থেকে হোটেলের এই নিয়ম নিয়ে নানা প্রতিক্রিয়া এসেছে। অনেকেই মনে করছেন যে এই ধরণের ‘সুযোগ’ থাকলে সেক্ষেত্রে সমাজে এর বিরূপ প্রভাব পড়তে পারে। সংস্থার উত্তরাঞ্চলের প্রধান পবস শর্মা জানিয়েছেন যে নিরাপদ এবং দায়িত্বশীল আতিথেয়তার ব্যাপারে ওয়ো প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি তাঁরা সামাজিক দায়িত্ব সম্পর্কেও অবগত। একাধিক আবেদনে সংস্থার কাছে অবিবাহিতদের রুম দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। তাই সব দিক ভেবেই নয়া সিদ্ধান্ত নিয়েছে ওয়ো (OYO)।

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...