Saturday, August 23, 2025

বিজেপিশাসিত রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ! ধৃত সহপাঠী

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে তলানিতে নারী নিরাপত্তা। মধ্যপ্রদেশের গ্বালিয়রের সরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল।কাঠগড়ায় তারই এক সহকর্মী।ওই হাসপাতালের পরিত্যক্ত হস্টেলে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের শিকার সহতে হয়েছে। রবিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নির্যাতিতা এবং অভিযুক্ত দু’জনের বয়স ২৫ বছর। গ্বালিয়রের পুলিশ সুপার অশোক জাদন জানিয়েছেন, নির্যাতিতা গজরাজ মেডিক্যাল কলেজের ছাত্রী।তিনি মেয়েদের হস্টেলে থেকে পড়াশোনা করতেন। জানা গিয়েছে, ঘটনার দিন অভিযুক্ত জুনিয়র ডাক্তার নির্যাতিতাকে ওই পরিত্যক্ত হস্টেলে ডেকে পাঠান। অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। তাকে মুখ বন্ধ রাকার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

যদিও নির্যাতিতা কম্পু থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এরই পাশাপাশি, মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়াদেরও বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার রুমে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে।তা নিযে উত্তাল হয় রাজ্য। তদন্তে নেমে কলকাতা পুলিশ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পরে সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। মামলার চার্জশিটও দেওয়া হয়েছে। বিচারপ্রক্রিয়াও চলছে।আরজি কর-কাণ্ডের সেই রেশ এখনও কাটে নি। তারই মাঝে গ্বালিয়রের এই একই অভিযোগ ওঠায় চিকিৎসকমহলে বাড়তি নিরাপত্তার দাবি উঠেছে। দেশের সমস্ত মেডিকেল কলেজের মহিলা হস্টেলে বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

spot_img

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...