মঙ্গলে সকালে ৭.১ তীব্রতা নিয়ে ভূমিকম্প অনুভূত হয়েছে তিব্বতে (Earthquake in Tibet) । কম্পন অনুভূত হয়েছে কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমেও। জোর কদমে চলছে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬২ জনকে। রিপোর্ট অনুযায়ী শিগাতসের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৮ লক্ষ মানুষ। প্রথম কম্পনের পর থেকে এখনও পর্যন্ত ৪০ বার আফটার শক এফেক্ট হয়েছে বলে খবর, যার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি।

এদিন সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এরপর একে একে চল্লিশবার কম্পন অনুভূত হয়েছে। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তিব্বতের (Tibet) লাৎসে শহরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) যেখানে দেখা গেছে রাস্তার ধারে প্রচুর বাড়ি দোকান ভেঙে পড়েছে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণটা জানা যায়নি। তিব্বতে ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের রাজধানী কাঠমান্ডু, সোলুখুম্বু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ভুটানের রাজধানী থিম্পু, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে বিহার, সিকিম, বাংলার উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতাতেও ভূমিকম্পের জেরে যথেষ্ট আতঙ্ক ছড়ায়।

–

–

–
–

–

–

–

–

