রাস্তার ধারে আমগাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ, চাঞ্চল্য হরিণঘাটায় 

বৃহস্পতির সকালে রাস্তার ধারের এক আমগাছ থেকে প্রৌঢ়ের দেহ ঝুলতে দেখে চমকে যান নদিয়ার হরিণঘাটা থানার (Haringhata Police) অন্তর্গত কাষ্ঠডাঙার বাসিন্দারা। মৃতের পরিচয় জানা যায়নি। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তদন্তে পুলিশ।

এদিন কাষ্ঠডাঙা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সাতশিমুলিয়া এলাকায় রাস্তার ধারে একটি আমগাছে বছর পঞ্চাশের এক ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও রাজ্য সড়কের পাশে কেউ কেন গাছে দড়ি ঝুলিয়ে এই কাজ করবেন তা নিয়ে সন্দেহে পুলিশ। খুনের তত্ত্বও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে হরিণঘাটা থানার পুলিশ।