নামেই শুধু জোট শরিক! ভিতরে-ভিতরে কেচ্ছা-কেলেঙ্কারিতে জর্জরিত বাম-কং জুটি। সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্যে সেই কেচ্ছা প্রকাশ্যে চলে এল। বিকাশকে তীব্র কটাক্ষ করে শুভঙ্করের দাবি, কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তোলার আগে রাজ্যসভা থেকে পদত্যাগ করুন বিকাশ।

কিন্তু ঠিক কী বলেছেন বিকাশরঞ্জন? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি বিকাশ বলেন, কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছেন, যারা প্রকৃতপক্ষে আরএসএসের দিকেই মতপ্রকাশ করছেন। যার বিরুদ্ধে রাহুল লড়াই করছেন। সাঁইবাড়ির ঘটনা নিয়ে দক্ষিণপন্থার তরফে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কুৎসা অপপ্রচার করা হতেছে। আর কংগ্রেসের সেসময় যে ভূমিকা ছিল, তা তৎকালীন সময়ে স্বৈরাচারী ভূমিকা। এরপরই বিকাশকে ধুয়ে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, আমার মনে হয়, এইসব কথা বলার আগে তাঁর রাজ্যসভা থেকে পদত্যাগ করা উচিত। কারণ অনেক কং বিধায়কের সমর্থন নিয়ে উনি রাজ্যসভায়। আমাদের প্রত্যেকেরই কিছু রাজনৈতিক ব্যাকরণ মানা উচিত। বিকাশ-শুভঙ্করের এই কাঁদা ছোড়াছুড়িতে ফের প্রকাশ্যে বাম-কং জোটের আসল সত্যিটা।
আরও পড়ুন- ছত্তিশগড়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ কারখানার চিমনি! বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

_

_

_

_

_

_

_

_

_
