কাজ বাড়ছে কিন্তু পরিষেবা দেওয়ার মতো লোক নেই। যাঁরা দায়িত্বে আছেন তাঁদের উপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে। যার জেরে শারীরিক মানসিক অসুস্থতার শিকার ব্যাংক কর্মী এবং আধিকারিক। নিয়োগের অভাবে পরিষেবা ব্যাহত হওয়া এবং অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে এবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officers Federation) ।২৪ ও ২৫ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছেন তারা।

আগামী ২২ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার, ব্যাঙ্ক বন্ধের দিন। ২৩ ফেব্রুয়ারি রবিবার। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। এইদিন পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে ছুটি নেই। তবে বেশিরভাগ রাজ্যে ওইদিন ছুটি থাকে। তাই সেসব রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে পরপর পাঁচদিন! এই দীর্ঘ সময়ে এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের একাধিক দাবি রয়েছে। তার মধ্যে প্রথম শূন্যপদগুলির পূরণ দ্বিতীয় সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত। পাশাপাশি কেন্দ্র যে পদক্ষেপগুলি করছে, তাযাচ্ছেটি শ্রমিক-স্বার্থ-বিরোধী। ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তে নাক গলাচ্ছে অর্থমন্ত্রক। যা নিয়মবিরুদ্ধ।

–

–

–

–

–

–

–

–
