Friday, August 22, 2025

শপথের আগে বিপাকে ট্রাম্প, সাজা ঘোষণায় স্থগিতাদেশ নয় জানালো শীর্ষ আদালত

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট (US Presidential oath) হিসাবে অফিসিয়াল দায়িত্ব গ্রহণের আর মাত্র ১০ দিন বাকি। কিন্তু তার আগেই সে দেশের সর্বোচ্চ আদালতে জোর ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পর্নতারকা ঘুষ কাণ্ডে কিছুতেই নিজের সাজা আটকাতে পারলেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট। শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে (Stormy Daniels) ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার শীর্ষ আদালত তা খারিজ করে দিল।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের (US President Election) সময় পর্নতারকা স্টর্মিকে (Stormy Daniels) ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। কোনভাবেই যাতে তাঁদের শারীরিক সম্পর্কের কথা বাইরে না আসে, সেই জন্যই এই অর্থ দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল ওই মহিলাকে। এমনকি ঘুষ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তাঁর ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন বলেও অভিযোগ ওঠে। এরপর ‘রাজনৈতিক চক্রান্তের’ অভিযোগ তুলে গোটা বিষয়টিকে অস্বীকার করে ট্রাম্প শিবির। কিন্তু মামলা এজলাসে উঠলে ম্যানহাটনের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। যদিও সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। পরে নির্বাচনে জয়ের পর মামলা প্রত্যাহারের জন্যও আবেদন জানিয়েছিলেন হবু প্রেসিডেন্ট। যুক্তি হিসেবে, তাঁর আইনজীবীরা আমেরিকার প্রেসিডেন্টদের ‘অফিশিয়াল’ কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বললেও এক্ষেত্রে তা স্পষ্ট নয় বলে শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ট্রাম্পের আইনজীবীরা ২০ জানুয়ারি পর্যন্ত সাজা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। যদিও ট্রাম্পের জেলে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই, তবে বড়সড়ো আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...