Friday, January 2, 2026

‘সেবাশ্রয়’-এ চিকিৎসা গঙ্গাসাগর-যাত্রী সন্ন্যাসীর, অভিষেককে সাধুবাদ

Date:

Share post:

শুরু দিন থেকেই চিকিৎসা ক্ষেত্রে ভরসাস্থল হয়ে উঠেছে ‘সেবাশ্রয়‘ (Sabashyay)। নবম দিনেও ডায়মন্ড হারবারের শিবিরগুলিতে হাজারো মানুষের ভিড়। প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পেয়ে বিশেষ উপকৃত সবাই। কৃতজ্ঞতা জানাচ্ছেন এই কর্মকাণ্ডের কাণ্ডারী ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এদিন সেবাশ্রয়ে চিকিৎসা হয় গঙ্গাসাগর যাওয়ার পথে এক সন্নাসীর। যাত্রা পথে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ সন্ন্যাসী। তারপর ‘সেবাশ্রয়‘ ক্যাম্পে তিনি পেলেন জরুরি চিকিৎসা।

প্রতিটি শিবিরে ডায়মন্ড হারবারের বাসিন্দাদের চিকিৎসক ও কর্মীরা পরিষেবা দিচ্ছেন। তবে, শুধু তাঁরাই নন, যাচ্ছেন অন্যান্য জায়গার বাসিন্দারাও। গঙ্গাসাগরের (Gangasagar) যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ সন্ন্যাসী। নিজে আসা হয় সেবাশ্রয়ে। এদিন চিকিৎসকরা তাঁর পেটের আল্ট্রাসোনোগ্রাফি করেন এবং প্রয়োজনীয় ওষুধ দেন। সন্ন্যাসী বলেন, সেবাশ্রয়ে চিকিৎসার পর এখন কিছুটা ভাল অনুভব করছি। অভিষেকের এই উদ্যোগকে সাধুবাদ দেন তিনি। এদিন সেবাশ্রয়ের সুস্বাস্থ্য শিবিরে ট্রমার ফলে দৃষ্টিশক্তি হারানো এক ব্যক্তির চিকিৎসা হয়।

নবম দিনে ফের নতুন মাইলফলক পেরোতে চলেছে ‘সেবাশ্রয়‘ (Sabashyay)। এদিনই দেড় লক্ষ পেরিয়ে যাবে পরিষেবা প্রাপকের সংখ্যা। অষ্টম দিন পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার জনকে পরিষেবা প্রদান করা হয়। প্রতিদিনের পরিষেবা প্রাপকের সংখ্যা বাড়তে বাড়তে ৩৪,৫০৬ জন হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার তা আরও বাড়ে। ফলে দেড় লক্ষ পেরিয়ে পৌনে দু’লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলবে সেবাশ্রয়ে পরিষেবার সংখ্যা। শুক্রবার নবম দিনে ডায়মন্ড হারাবারে সেবাশ্রয়ের ৪১টি স্বাস্থ্য শিবিরে ৪৭,০২১ জন ব্যক্তিকে পরিষেবা প্রদান করা হয়। এর ফলে ৯ দিনে মোট পরিষেবা প্রাপকের সংখ্যা দাঁড়ায় ১ লক্ষ ৯২ হাজার ৯০ জন। এদিন ২৯,৬১৬ জনের ডায়াগনস্টিক পরীক্ষা হয়, ৩৪,০৮৬ জনকে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। ১৮০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে হাসপাতালে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় জানান, চিকিৎসা পরিষেবা প্রদানের এই মিশন সফল হত না সকলের অটল সমর্থন ছাড়া। এই সাফল্য আমাদের সকলের। একসাথে আমরা একটি স্বাস্থ্যকর আগামীকাল রচনা করছি!


spot_img

Related articles

শাহি টনিকেই ময়দানে! কী কথা হয়েছেন দুজনের-ফাঁস করলেন দিলীপ

কাজ করতে বলেছেন অমিত  শাহ। শাহি নির্দেশ মেনে মাঠে নেমে পড়েছেন। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে জানালেন বিজেপির (BJP) প্রাক্তন...

ঘরের মাঠে আইপিএল খেলবেন না যশস্বীরা, বিকল্প ভেন্যু বেছে নিল রয়্যালস ব্রিগেড

রাজস্থান ক্রিকেট সংস্থায় চলছে ডামাডোল। তার জেরেই আগামী আইপিএলে ঘরের মাঠে খেলবে না রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )। চলতি...

শর্তসাপেক্ষ অনুমতিতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ শুভেন্দুর

মালদার চাঁচলের কলমবাগানে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির তথাকথিত ‘পরিবর্তন সংকল্প সভা’। শুক্রবার সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা...

জঙ্গি তকমা! অভিমান নিয়ে অবসর ঘোষণা খোয়াজার

অভিমানকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট(international cricket) থেকে অবসর ঘোষণা করলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সিডনি টেস্টের পরই ব্যাগি...