Thursday, July 3, 2025

কলকাতা কাউন্সিলর শুটআউটের মাস্টারমাইন্ড গ্রেফতার, জমি বিবাদই ইস্যু!

Date:

Share post:

জমি বিবাদের জেরে পাঁচ মাসে তিনবার কলকাতা পুরসভার কাউন্সিলর (Kolkata municipal corporation councillor) সুশান্ত ঘোষকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার চেষ্টা। শেষ পর্যন্ত কলকাতা পুলিশের জালে হামলার মূলচক্রী। বিদেশে পালিয়েও শেষ রক্ষা হল না। দেশে ফিরতেই অভিযুক্ত আদিল হোসেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata police)। জমি সংক্রান্ত বিবাদ থেকেই সুশান্তকে খুনের চেষ্টা করেছিল আদিল, এমনটা প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি এবার থেকে কলকাতার কাউন্সিলরদের যোগাযোগে থাকা ব্যক্তিদের উপর নজরদারি চালাবে কলকাতা পুলিশ, নিরাপত্তা বিধানে এমন পদক্ষেপ নেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

বিহার (Bihar) থেকে একাধিকবার চেষ্টার পরে কলকাতায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্র করে দুষ্কৃতীরা। বিহারের পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য আদিল বিহারেই খুনের বরাত দেওয়া থেকে গোটা হামলার পরিকল্পনা করেছিল। বিহারের বাসিন্দা হলেও কলকাতায় জমির সন্ধানে দাদাগিরি করার পরিকল্পনা ছিল আদিলের। সেই পরিকল্পনা আটকে যায় কাউন্সিলরের কারণে। আক্রোশ মেটাতেই খুনে উদ্যত হয় আদিল, অনুমান পুলিশের।

খুনের চেষ্টার পরেই স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় এক শুটার (shooter)। সেখান থেকেই জট খুলতে থাকে কলকাতা পুলিশ (Kolkata Police)। এরপরই উঠে আসে আদিল হোসেনের নাম। কিন্তু পুলিশি তদন্ত উঠে আসে ঘটনার পরপরই আবু ধাবি পালিয়ে যায় সে। তবে কলকাতা পুলিশের তৎপরতায় বিদেশ থেকে দেশে ফেরার পরই তাকে গ্রেফতার করা হয়।

spot_img

Related articles

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার...

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...

স্যোশাল মিডিয়ায় উস্কানি-ক্রমবর্ধমান সাইবার ক্রাইম রোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে শাহকে চিঠি মমতার

সোশ্যাল মিডিয়া উসকানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে...