Sunday, August 24, 2025

ওয়াকফ সংশোধনী বিল: এবার শহর ঘুরবেন জেপিসি সদস্যরা

Date:

Share post:

ওয়াকফ বিলের (Waqf Bill) প্রস্তাবিত সংশোধনীতে বিরোধীরা সব থেকে বড় আপত্তি তুলেছিলেন সমীক্ষা নিয়ে। কোনও ক্ষেত্রে সমীক্ষা না করে, কোথাও বা সমীক্ষা এনজিও-কে দিয়ে করিয়ে প্রস্তাব পেশ করেছিল কমিটি। বাস্তব পরিস্থিতি থেকে তাই ওয়াকফ বিল যোজন দূরে রয়ে গিয়েছিস। এবার সংশোধনী বিলের জন্য তৈরি যৌথ সংসদীয় কমিটির (JPC) সদস্যরা নিজেরাই ঘুরবেন একাধিক শহরে। সেই সফর শুরু হবে ১৮ জানুয়ারি থেকে।

ওয়াকফ সংশোধনী বিল (Waqf bill) পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির সদস্যরা এবার বিলটির সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করার জন্য কলকাতা (Kolkata), পাটনা (Patna) এবং লখনৌ (Lucknow) সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ সোমবার নয়াদিল্লিতে সংসদীয় সূত্রে জানানো হয়েছে আগামী ১৮-২১ জানুয়ারির মধ্যে আয়োজিত হবে এই সফর৷ প্রথম দিন ১৮ জানুয়ারি পাটনায় মিলিত হবেন জেপিসির (JPC) সদস্যরা৷ সেখানে তাঁরা আলোচনায় বসবেন বিহারের আইন এবং সংখ্যালঘু বিভাগের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে৷ এর পাশাপাশি সেদিনই বিহার বার কাউন্সিলের সদস্যদের সঙ্গেও একটি বৈঠক করবেন তাঁরা৷

একই দিনে ঝাড়খন্ডের (Jharkhand) সরকারি আমলারাও পাটনায় জেপিসি সদস্যদের সামনে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের বক্তব্য রাখবেন৷ পরের দিন ১৯ জানুয়ারি কলকাতায় গিয়ে রাজ্য ওয়াকফ বোর্ড (state waqf board) এবং বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন জেপিসি (JPC) সদস্যরা৷ এর পরে ২১ জানুয়ারি লখনৌ পৌঁছে উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জেপিসির সদস্যরা৷ সংসদীয় সূত্রের দাবি, ২১ তারিখের বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশ শিয়া বোর্ডের প্রতিনিধিরাও৷

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...