Sunday, November 9, 2025

অসম্মান: রিসার্চ সেন্টার উদ্বোধনের আগে জ্যোতি বসুর ছবিতে ‘ঝাঁটা’! সরব রাজনৈতিক মহল

Date:

Share post:

১৭ জানুয়ারি উদ্বোধন হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামাঙ্কিত রিসার্চ সেন্টারের (Research Center)। ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’। নিউটাউনে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আর সেখানেই দেখা গেল ঝাঁটা দিয়ে মুখ পরিষ্কার হচ্ছে জ্যোতি বাবুর প্রতিকৃতির। রাজনৈতিক মহলের প্রশ্ন, আর একটু যত্ন বা সৌজন্য কি প্রদর্শন করা যেত না প্রয়াত বাম জননেতার প্রতি!

১৭ জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সকাল ১০টায় জ্যোতি বসু (Jyoti Basu) সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর নিজস্ব ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন CPIM পলিট ব্যুরো সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর প্রকাশ কারাট (Prakash Karat)। স্মারক বক্তৃতা দেবেন প্রকাশ কারাট-সহ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই সঙ্গে সেন্টারের গ্রন্থাগার ও প্রদর্শনী কক্ষেরও উদ্বোধন হবে।

২০২২-র ৮ জুলাই জ্যোতি বসুর ১০৯তম জন্মবার্ষিকীতে এই রিসার্চ সেন্টারের কাজ শুরু হয়। কর্মীদের দানের টাকায় এই সেন্টারটি গড়ে উঠেছে বলে দাবি সিপিএমের। ১৭ জানুয়ারি, জ্যোতি বসুর মৃত্যুদিনেই এটির উদ্বোধন। সেই সঙ্গেই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকও হতে পারে। এখন চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। কাজ ঘুরে দেখেন বিমান বসু, রবীন দেব-সহ সিপিএম নেতৃত্ব।

আর এর ফাঁকেই একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়া। ছবির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। তাতে দেখা যাচ্ছে, ঝাঁটা দিয়ে জ্যোতি বসুর ছবি পরিষ্কার হচ্ছে। পরিষ্কারের জন্য কাপড়, ডাস্টার-সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম রয়েছে। সেখানে কেন প্রয়াত মুখ্যমন্ত্রীর মুখে ঝাড়ু মারা হচ্ছে! এটা কী তাঁর স্মৃতির প্রতি অসম্মান নয়? প্রশ্ন তুলল রাজনৈতিক মহল।

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...