Wednesday, November 12, 2025

দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, স্যালাইন বিতর্কে কঠোর বার্তা অভিষেকের

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্যালাইন বিতর্কে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলতায় সেবাশ্রয়ের (Sevashroy) ক্যাম্প থেকে তিনি স্পষ্ট জানান, মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। তাই এই ঘটনায় কারোর গাফিলতি থাকলে সে ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বুধবার ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে এসে এই স্বাস্থ্য শিবিরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন অভিষেক। জানান শুধু ডায়মন্ড হারবার নয় পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন এবং ১০ দিনে প্রায় আড়াই লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। আগামীতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়াই লক্ষ্য বলে জানান তিনি। এদিন মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন বিতর্কের প্রসঙ্গ উঠলে অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট জানান, প্রসূতি মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে। যদি কারোর গাফিলতির প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বলেন, দলমত নির্বিশেষে প্রশাসন এর আগেও ব্যবস্থা নিয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে রেয়াত করা হবে না। এই প্রসঙ্গে সিবিআই-এর তদন্তের উল্লেখ করে অভিষেকের কটাক্ষ, কেন্দ্রীয় সরকারের তদন্তের মানে হল জটায়ুর তদন্ত। আগে থেকে ঠিক করে নেয় কাকে ফাঁসাতে হবে। আর বাংলার সরকারের তদন্ত সঠিক পথে এগোয়। যদি এই ঘটনায় কারোর যোগসাজশ থাকে তাহলে তাঁকে শাস্তি দেওয়া হবে। এদিন দুলাল সরকারের মৃত্যুর ঘটনার তদন্তের উদাহরণ তুলে ধরে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যে তৃণমূল কর্মী দোষ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয় না বরং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেটা ৩৪ বছরের বাম আমলে দেখা যায়নি কিংবা উত্তরপ্রদেশ বা গুজরাটের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে হয় না। তিনি জানান রাজ্য প্রশাসনকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তদন্ত তদন্তের পথেই এগোবে। যদি কেউ দোষ করেন তা তিনি যে রাজনৈতিক দলেরই কর্মী বা নেতা হোন না কেন, মনে রাখতে হবে একজন অপরাধীর কোনও জাত- ধর্ম হয় না। তিনি দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি পেতেই হবে। আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামিতেও এর কোনও ব্যতিক্রম হবে না।

 

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...