Saturday, November 8, 2025

রাজ্যের শিল্প-মানচিত্রে নয়া পালক! হাওড়ায় ১৫ হাজার কোটির লগ্নি, চাকরি ৭৫ হাজারের

Date:

Share post:

রাজ্যের শিল্প-মানচিত্রে নয়া পালক। এবার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে হাওড়ায় মোট ১৪,৫০০ কোটি টাকার বিনিয়োগের আসছে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭৫ হাজার কর্মসংস্থান হবে। বুধবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত ‘সিনার্জি’তে এসে একথা জানালেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

এমএসএমই সেক্টরের উদ্যোগপতিদের নিয়ে সিনার্জিতে বৈঠক করে আগামী মাসে রাজ্যে বিশ্ব-বাণিজ্য সম্মেলনের আগে হাওড়ায় শিল্পখাতে এই বিপুল পরিমাণ বিনিয়োগ আসার কথা ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নতিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই সূত্রেই শিল্পে হাওড়ার পুরোনো গৌরব ফিরিয়ে আনতে জোরকদমে কাজ চলছে।

একদা ‘প্রাচ্যের শেফিল্ড’ নামে পরিচিত হাওড়ার বাম জমানায় শিল্পে অবক্ষয় ঘটে। ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাওড়ায় ক্রমশ শিল্পে উন্নতি ঘটছে। এবার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে আগামী ২ বছরে সাড়ে ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে যাওয়ার খবরে বেজায় খুশি শিল্পোদ্যোগী থেকে জেলার বাসিন্দারা পর্যন্ত।

এদিনের সিনার্জিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও মন্ত্রী অরূপ রায়, তাজমুল হোসেন, বিধায়ক কল্যাণ ঘোষ, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, নন্দিতা চৌধুরী, সুকান্ত পাল, ডাঃ নির্মল মাজি, গৌতম চৌধুরী, প্রিয়া পাল, মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, নগরপাল প্রবীণ ত্রিপাঠী, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস-সহ প্রশাসনের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে সংগৃহীত আবেদন ও এমএসএমই সেক্টরে দেওয়া ব্যাঙ্ক ঋণের ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে হাওড়ায় শিল্পে জোয়ার আসছে। আগামী ২ বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে হাওড়া জেলায় সাড়ে ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এদিনের সিনার্জিতে শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসারি বৈঠক করে তাঁদের সমস্যার দ্রুত সমাধান ও সরকারের নতুন পলিসি জানানো হয়। নতুন ইউনিট খোলার ছাড়পত্রও দ্রুত দেবার ব্যবস্থা করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং, হোসিয়ারি, টেক্সটাইল, প্লাস্টিক-সহ বিভিন্ন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের নিয়ে এই সিনার্জি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- অন্য দেশ হলে জেল হত: স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভাগবতকে পাল্টা রাহুলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...