সদ্য শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। যার ফলে ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। আর এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পারফরম্যান্স অনুযায়ী ক্রিকেটারদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। যে প্রস্তাব কোচ গৌতম গম্ভীর দিয়েছিলেন বোর্ডকে, সেই প্রস্তাবকে নাকি সমর্থন করেছেন দলেরই এক সিনিয়র ক্রিকেটার।

এই নিয়ে বোর্ডের একটি সূত্র এক ওয়েবসাইটে বলেছেন, “বৈঠকে হাজির থাকা এক সিনিয়র ক্রিকেটার বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন যাতে ম্যাচ ফি সঙ্গে সঙ্গে না দিয়ে দেওয়া হয়। ম্যাচ ফি দেওয়ার আগে যেন তার পারফরম্যান্সও বিচার করা হয়। ওই সিনিয়র এবং বোর্ডকর্তাদের ধারণা, কিছু ক্রিকেটার ঘরোয়া এবং জাতীয় দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না।“ এখানেই না থেমে সেই সূত্র আরও জানান , “ অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটারদের বিশৃঙ্খলতার কথা পর্যালোচনা বৈঠকে বিস্তারে বলেছেন গম্ভীর। এই কারণেই কোভিডের আগে থাকা নিয়মগুলো আবার ফিরিয়ে আনছে বোর্ড। দু’সপ্তাহের বেশি ক্রিকেটারদের পরিবার থাকতে পারবে না। বোর্ডকর্তাদের পাশাপাশি ক্রিকেটারেরাও এ ব্যাপারে একমত।“

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর অধিনায়ক রোহিত শর্মা, গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে বৈঠক করেছিলেন বোর্ডের কর্তারা। জানা যাচ্ছে, সেখানে একাধিক কড়া সিদ্ধন্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল, ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের থাকা। এছাড়াও ক্রিকেটের ফিটনেস নিয়েও কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- কতটা সুস্থ যশপ্রীত বুমরাহ ? জানালেন নিজেই


–


–

–

–

–

–

–

–