Saturday, November 29, 2025

ভিক্ষুক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, এক অটো চালক সহ ধৃত ৩

Date:

Share post:

ভিক্ষুক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। এক অটো চালক সহ তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, রাস্তার ধার থেকে ওই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে তুলে নিয়ে গিয়েছিল তারা। তারপরই ওই ভিক্ষুক কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। জানা গিয়েছে, ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে গেলে তাকে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাতও করানো হয়। হরিয়ানার ফারিদাবাদের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে। জেলা শিশু সুরক্ষা দফতরের এক ব্যক্তির কাছ থেকে এই খবর পায় পুলিশ। তারপরই তাদের খোঁজ শুরু করে তাদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছরের ওই কিশোরী ফরিদাবাদে রাস্তার ধারে ভিক্ষা করত । তার বাড়িতে রয়েছেন বাবা এবং ছোট ভাই। ভিক্ষা করে যা আয় হত, তা দিয়েই চলত তিনজনের সংসার। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, তার পরিচিত এক অটোচালক প্রায়ই তাকে খাবার দিত।গণধর্ষণের ঘটনার সঙ্গেও তিনি জড়িত থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।  দিন কয়েক আগেই, নিজের ভাইকে খুঁজে পাচ্ছিলেন না ওই কিশোরী। ধৃত তিনজনের বিরুদ্ধে অভিযোগ, ভাইকে খুঁজে দেওয়া এবং কিশোরীকে খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অটোচালক। কিশোরী অটোয় উঠলে তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় । সেখানেই অটোচালক এবং তার দুই সঙ্গী মিলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।

এই ঘটনা যাতে জানাজানি না হয়, সেই কারণে ওই কিশোরীকে হুমকিও দেয় তিন জন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দিন কয়েক আগেই কিশোরীকে ফের ডেকে নিয়ে গিয়ে, শারীরিক পরীক্ষা করে তার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কথা জানা যায়।  তারপরই গর্ভপাত করানো হয়। খবর পৌঁছয় শিশু সুরক্ষা দফতরে। ইতিমধ্যেই বয়ান রেকর্ড করা হয়েছে কিশোরীর।

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...